Sonarpur Jewellery Shop Robbery : বীমার টাকা হাতাতেই ডাকাতির ছক! সোনারপুরে গয়নার দোকানের মালিকের চাঞ্চল্যকর প্ল্যান – sonarpur police station has solved jewellery shop fake robbery incident


সোনারপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় উঠে এল নয়া মোড়। ধারদেনার কারণে বিমার টাকা পেতেই দোকানে সাজানো ডাকাতির ঘটনার ছক কষা হয়। দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়র করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সোনারপুর থানা এলাকার বৈকুন্ঠপুরের বাগুইপাড়ায় একটি সোনার দোকানে ডাকাতির অভিযোগ ওঠে। অভিযোগ, সন্ধ্যেবেলা দোকান খোলার পরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করে নিয়ে পালায় কয়েকজন দুষ্কৃতী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র বদন ঝাঁ রাজুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। খতিয়ে দেখা হয় এই এলাকার সিসিটিভি ফুটেজ। জানা যায়, বাইকে করে এসে হানা দেয় দুষ্কৃতীরা।

এদিকে থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের ধীরে ধীরে উঠে আসতে থাকে আসল তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রচুর ধারদেনা হয়ে যাওয়ার বীমার টাকা পেতেই দোকানে ডাকাতির ঘটনা সাজানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবতীর অভিযোগ, তিনি এক বছর আগে ৩ লাখ ৫৪ হাজার টাকা দেন। কিন্তু তাঁকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল। এমনকী ফোনও ধরছিল না। এদিন সন্ধ্যাবেলায় ওই যুবতী দোকানে গিয়ে ঘটনাটি জানতে পেরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনায় সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গয়না দেওয়ার নামে অনেকের কাছ থেকেই এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে। ডাকাতির ঘটনা সাজানো বলেই জানান তিনি।

গত অক্টোবর মাসেও ডাকাতি সোনারপুরে
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে এই সোনারপুরেই আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৬ দিনের মাথায় ডাকাতির কিনারা করে পুলিশ। গত বছরের ১৩ অক্টোবর পুজোর ঠিক মুখেই সোনারপুরের ওই সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে সেই ঘটনার কিনারা করে পুলিশ। সেই ঘটনায় ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণ ব্যবসায়ী-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অলঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *