WB Police Transfer Order : ফের পুলিশে ঢালাও রদবদল, বদলি ৩৩৩ সাব ইন্সপেক্টর – west bengal government transfer 333 sub inspector in a new order


দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে IPS এবং WBCS স্তরের অফিসারদের বদলি করা হয়েছিল কিছুদিন আগেই। এবার সাব ইনস্পেক্টর পদে বিরাট রদবদল। বুধবার নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ৩৩৩ জন সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে অন্যত্র।

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগেই সোমবার IPS এবং WBCS স্তরের একাধিক অফিসারকে বদলি করার নির্দেশিকা জারি করা হয়েছিল নবান্নের তরফে। এবার নতুন করে ৩৩৩ জন সাব ইনস্পেক্টককে বদলি করা হল। তবে শুধু পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে এই নির্দেশ জারি করা হয়েছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এই নির্দেশ জারি করা হবে অদূর ভবিষ্যকে, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

উল্লেখ্য, ভোটের আগে পুলিশ এবং প্রশাসনিক স্তরে সাধারণত রদবদল হয়ে থাকে। কোনও আধিকারিক যদি একটি নির্দিষ্ট জায়গায় খুব বেশিদিন পোস্টেড থাকেন সেক্ষেত্রে তাঁকে ভোটের আগে বদলি করতে হয় নিয়ম মোতাবেক। ফলে গত কয়েক দিন পুলিশি রদবদল সেই কারণে বলেই মনে করা হচ্ছে।

কোন কোন জেলায় সাব ইন্সপেক্টর বদলি করা হল?

জানা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, আসানসোল দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই বদলি করা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্য পুলিশে ১৯৫ অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলেও সোমবার নির্দেশিকা জারি করা হয়েছিল বদলি সংক্রান্ত। নবান্নের তরফে জানা গিয়েছে, নির্বাচনের আগে এই ধরনের বেশ কিছু প্রশাসনিক বদলি হতে পারে এবং তা একেবারেই রুটিন বদলি বলে নিশ্চিত করছেন তাঁরা। সার্ভিস রুল মোতাবেক এই বদলি। সাধারণত, আধিকারিকদের নিজেদের জেলাতে পোস্টিং দেওয়া হয় না। এই সংক্রান্ত নির্দেশ ভোটের আগে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়।

গত বছর ডিসেম্বর মাসেই এই মর্মে একটি নির্দেশিকা মুখ্য নির্বাচনি আধিকারিকের অফিস থেকে নবান্নে পৌঁছেছে। যেখানে বলা হয়েছে, যে সমস্ত আধিকারিকরা তাঁদের হোম ডিস্ট্রিক্টে পোস্টেট রয়েছে তাঁদের ভোটের কাজে লাগানো যাবে না। পাশাপাশি কোনও আধিকারিক যদি শেষ চার বছরের মধ্যে তিন বছর এক জেলায় থাকেন সেক্ষেত্রে তাঁকে ভোটের কাজে লাগানো যাবে না।

রাজ্যে পুলিশ-প্রশাসনে একগুচ্ছ বদলি, কোন ফর্মুলায় ট্রান্সফার হচ্ছে জানেন?
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই সময় ধরতে হবে। যদি কোনও আধিকারিক তাঁর প্রোমোশনের পর যেই জেলাতেই পোস্টিং পান সেক্ষেত্রে তাঁদের ক্ষেত্রেও এক নিয়ম প্রযোজ্য হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *