Weather Forecast Kolkata: রাতারাতি উধাও শীত, আজ কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস – kolkata rain forecast and foggy weather 18 january south bengal districts to witness rainfall weather may change at weekend


রাজ্যে ফের একবার বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শীতের মরশুমে অকাল বৃষ্টির জন্য তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে, করা হচ্ছে এই আশঙ্কাও।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় বৃহস্পতিবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে থাকবে কুয়াশার দাপট। এরপর সন্ধ্যেবেলা ও রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের আমেজ থাকলেও কমবে কাঁপন। আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা কম।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে এর অবস্থান। অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে দাপট দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা।

উল্লেখ্য, এদিন বেলার দিকে পুবালি হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তুরে হাওয়ার পরিমাণ। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও থাকবে কুয়াশার দাপট। আকাশ থাকবে আংশিক মেঘলা। পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে ফের একবার রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, জানা যাচ্ছে এমনটাই।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টিপাত হতে পারে দার্জিলিঙে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে দার্জিলিঙের পার্বত্য এলাকা। হিমাঙ্কের নীচে নেমে যাবে দার্জিলিঙের তাপমাত্রা। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

এদিকে হরিয়ানার হিসারে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লিতে তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারে তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *