কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে এমএ। দু’দশকের বেশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কলকাতা থেকে প্রকাশিত একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সাব এডিটর হিসাবে সাংবাদিকতা জীবন শুরু। জন্মলগ্ন থেকেই টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের এই সময় পত্রিকার সঙ্গে যুক্ত। প্রশাসন, রাজনীতি, ক্রাইম, পরিবেশ, ট্রান্সপোর্ট, হেলথ, সিভিক, ডিফেন্স সহ বিভিন্ন ক্ষেত্র থেকে অজস্র স্কুপ নিউজ করার অভিজ্ঞতা রয়েছে। ইন্টারন্যাশনাল ইভেন্ট কভার জন্য একাধিকবার বিদেশ সফর করেছেন। চেনা অচেনা মমতা, ভাঙা পায়ের খেলা, জয় জগন্নাথ, স্বপ্নের রং ফ্যাকাসে, রূপমতীর বাহাদুরি সহ বিভিন্ন গল্প ও উপন্যাসের রচয়িতা। প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স করেসপন্ডেন্ট কোর্স করেছেন। ২০০৯ সালে পেয়েছেন বেস্ট জার্নালিজম অ্যাওয়ার্ড।Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল