Book Fair : ‘ব্যস্ততম বিকেলের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল…’, বইমেলা নিয়ে কবিতা মমতার – mamata banerjee inaugurated kolkata international book fair


বৃহস্পতিবার ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও একজন লেখিকা। এই বই মেলাতেও তাঁর লেখা বই প্রকাশ হয়েছে।

এদিন বই মেলা নিয়ে নিজের লেখা পুরনো এক কবিতা পাঠ করে শোনান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বইমেলাকে উদ্দেশ করে লেখা সেই কবিতা পাঠ করেন-‘ব্যস্ততম বিকেলের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায়/ ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্খিত আনাগোনায়/কিছু মুহূর্ত দেখা হল বইপ্রেমী তোমার ও আমার’।

পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি লন্ডনের সমস্ত রাস্তাঘাট চিনি। বিভিন্ন কাজের জন্য আমাকে লন্ডনে যেতে হয়। সেই সময় আমি গাড়ি ব্যবহার করি না। বরং রাস্তায় হাঁটি। তাই লন্ডনের সমস্ত রাস্তা চিনি। বিভিন্ন সময় সেখানকার বিশ্ববিদ্যালয়গুলির থেকে আমি ডাক পাই। জুন মাসের পর আমার সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার আন্তর্জাতিক ভাষা। তবে ইংরেজি দিয়ে গোটা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলা যায়।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশ্বের ২০টি দেশ এই বইমেলায় অংশ নিচ্ছেন। বৃহত্তর জায়গায় বইমেলা হওয়া নিয়ে খুশি হন তিনি। পাশাপাশি লেখক হিসেবে নিজের স্মৃতি রোমন্থন করেন তিনি। ১৯৯৫ সালে তাঁর প্রথম বই প্রকাশ পেয়েছিল। এরপর এখনও পর্যন্ত ১৪৩টি বই তাঁর প্রকাশ পেয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী বছর আরও সাতটি বই প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এক্ষেত্রে সময়ের একটা বাধ্যবাধকতা থাকে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এখন সময় পায় না।’ তবে ব্যস্ততার মধ্য থেকেও সময় বার করে লেখালিখির কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Chief Minister Salary : পেনশন-ভাতা নিলে মাসে কত টাকা হাতে আসত মুখ্যমন্ত্রীর? নিজেই হিসাব কষলেন মমতা
উল্লেখ্য, এই বই মেলায় তাঁর থেকে আটটি বই পেতে চলেছেন বইপ্রেমীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বই মেলার বেস্ট সেলার লেখকদের অন্যতম। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতির কলকাতা বই মেলা। তা সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। সেখানে স্টলসংখ্যা প্রায় ১০০০-এর কাছাকাছি। এদিন বিশেষ সম্মান দেওয়া হয় সাহিত্যিক বাণী বসুকে। বইমেলার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থাও করা হয়েছে। শনি-রবি বইমেলাতে বিশেষ ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *