কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্য়মন্ত্রী। বললেন, ‘আমার ক’টা বই হয়েছে আমি জানি না। ১৪৩ টা বই হয়েছে। পরের বছর আরও ৭টা লিখে দেব, ১৫০টা হয়ে যাবে’। উদ্বোধনী অনুষ্ঠান শোনালেন বইমেলা নিয়ে নিজের লেখা কবিতাও।
Updated By: Jan 18, 2024, 06:01 PM IST