New Market Kolkata : খরচ কোটি কোটি টাকা, ১৫০ বছরে নিউ মার্কেট সংস্কারের সিদ্ধান্ত – new market will be renovate soon as kmc take initiative


নিউ মার্কেট শহর কলকাতার আবেগ। শুধু জিনিসপত্র কেনাকাটা নয়, নিউ মার্কেটের গায়ে খোদাই রয়েছে বহু ইতিহাস। ইতিমধ্যেই ১৫০টা বছর পার করে ফেলেছে এই বাজার। এবার তার সংস্কারের কাজ শুরু হচ্ছে। বিরাট এই বাজার সংস্কারের জন্য বিপুল টাকা খরচ হতে চলেছে। আর সেই জন্য রাজ্য সরকারের আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। ইতিমধ্যেই এই মর্মে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার, সূত্রের খবর এমনটাই। অন্যদিকে, বুধবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদ বৈঠক ছিল। সেখানেই এই বাজার সংস্কারের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। আর তাতে সম্মতি পাওয়া গিয়েছে।

কত টাকা খরচ পড়বে নিউ মার্কেট সংস্কারে?

১৮৭৪ সালে কলকাতার বুকে গড়ে ওঠে এই বাজার। ব্রিটিশ জমানা থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়-দীর্ঘ যুগ প্রত্যক্ষ করেছে এই বাজার। সেই সময় লন্ডনের বিগ বেনের আদলে নিউ মার্কেট চত্বরে একটি ঘড়ি বসানো হয়। তা আনা হয়েছিল ব্রিটেনের জিলেট অ্যান্ড জনস্টন থেকে। তা দীর্ঘ সময় ধরে রক্ষনাবেক্ষণ করা হয়। কিন্তু, ২০১৫ সালে শুরু হয় সমস্যা। আচমকাই থেকে যায় সেই ঘড়ির কাঁটা। এরপর সেই ঘড়িটিকে সচল করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়। কিন্তু, কোনওভাবেই তা স্বাভাবিক করা যায়নি।

এই ঘড়ি যাতে নতুন করে সচল করা যায় এবং নিউ মার্কেটের প্রাণ ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য উদ্যোগী কলকাতা পুরসভা। এক পুরকর্তা বলেন, ‘যিনি এই ঘড়ির রক্ষনাবেক্ষণ করতেন তিনি প্রয়াত হয়েছেন। এরপর কেউ সেভাবে আর এই ঘড়ি সংস্কার করতে পারেননি। তাই ঘড়িটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি।’ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই ঘড়িটি সংস্কার করার জন্যই চার কোটি টাকার কাছাকাছি লাগতে পারে। তা সংস্কার করার জন্য টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে। যে সংস্থা বরাত পাবে তারাই কাজ করবে।

New Market Kolkata : ‘নিউ মার্কেট’ কী ভাবে ‘হগ মার্কেট’ হল? জানুন ইতিহাস
হেরিটেজ অংশটি বজায় রেখেই এই গম্বুজটি সংস্কার করা হবে। ইতিমধ্যেই নিউ মার্কেট সংস্কার করার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ঘড়ির পাশাপাশি গোটা বাজার সংস্কারের জন্য ২৬ কোটি টাকার আশেপাশে খরচ হতে চলেছে। এই সংস্কার কাজ করার জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও অত্যন্ত উদ্যোগী হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাজার সংস্কারের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে একটি সার্ভে করানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *