বকেয়া DA ইস্যুতে রাজ্যের উপর চাপ, আমরণ অনশনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের


অয়ন ঘোষাল: শহীদ মিনারের ধর্ণা মঞ্চে অবস্থানের ৩৫৮ তম দিনে আজ বকেয়া ডি এ ইস্যুতে(DA Protest) রাজ্যের ওপর চাপ বাড়াতে ফের বড় কর্মসূচির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। বেলা ১২ টায় শহরের ৩ প্রান্ত থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মিছিল শুরু হবে। হাজরা মোড়, শিয়ালদহ স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে মিছিল আসবে শহীদ মিনারে।

আরও পড়ুন- Dilip Ghosh: ‘রাষ্ট্রবিরোধীদের নিয়ে রামের বিরুদ্ধে সংহতি মিছিল’, কটাক্ষ দিলীপের…

বেলা ২ টোয় শহীদ মিনারেই তৈরি মঞ্চে বক্তব্য রাখবেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। শেষ মুহূর্তে চমক হিসেবে কিছু পরিচিত বিরোধী রাজনৈতিক মুখ দেখা যেতে পারে মঞ্চে। তবে তারা কারা তা নিয়ে খোলসা করে ডি এ আন্দোলনকারী দের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। সন্ধ্যে ৬ টা পর্যন্ত সভা করার অনুমতি আছে। আজকের সমাবেশে শুধু রাজ্য সরকারি কর্মচারী নন, একাধিক চাকরি প্রার্থী আন্দোলনকারীও যোগ দেবেন। আজকের সমাবেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাওয়া হবে। ইতিমধ্যেই একাধিকবার সময় চাওয়া হয়েছে। পাওয়া যায়নি। তাই আজকের সমাবেশের পর আমরণ অনশনের মতো কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন- Ram Lala Murti: ২০০ কেজির মূর্তি! প্রকাশ্যে ‘রামলালা’র প্রথম ছবি…

সব মিলিয়ে আনুমানিক ১০ থেকে ১২ হাজার সমাবেশের অনুমান করছেন সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব। সকাল থেকেই মঞ্চে প্রস্তুতি তুঙ্গে। লেখা হচ্ছে স্লোগান। তৈরি হচ্ছে ফ্লেক্স। মঞ্চ বাঁধা হয়ে গেছে। কাল বৃষ্টিতে শহীদ মিনার ময়দানের যে সমস্ত অংশে জল বা কাদা জমে রয়েছে, সেখানে বালি ফেলে তা শুকনো করার কাজ চলছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *