সেখানে জঞ্জাল সাফাই, নিকাশির সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোঁজার পাশাপাশি মশাবাহিত রোগ দমন কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে ঠিক হয়েছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেশের সব চেয়ে নোংরা শহরগুলোর মধ্যে হাওড়া, বিধাননগর-সহ রাজ্যের বেশ কয়েকটি শহরের নাম উল্লেখ করা হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, সোমবারের বৈঠকে কলকাতা, হাওড়া, বিধাননগর, কামরহাটি, দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম, বরাহনগর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, উত্তরপাড়া-কোতরং, শ্রীরামপুরের মতো পুরসভার কর্তাদের ডাকা হয়েছে। ওই বৈঠকে নবদিগন্ত শিল্পতালুক, নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ এবং সেচ দপ্তরের কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জঞ্জাল সংগ্রহে পুরসভাগুলোর কাজ কেমন চলছে, জঞ্জাল পুনর্ব্যবহারের জন্য কী পরিকল্পনা তারা নিয়েছে, সেই সব ব্যাপারে পুরসভাগুলোকে ওই বৈঠকে রিপোর্ট পেশ করতে হবে। মশাবাহিত রোগ মোকাবিলায় চলতি বছরের মাইক্রো প্ল্যানিংও ঠিক হবে ওই বৈঠকে। একই সঙ্গে সম্পত্তিকর আদায়, বেআইনি নির্মাণ ঠেকাতে পুরসভার পদক্ষেপ নিয়েও ওই বৈঠকে আলোচনা হবে।
পুর দপ্তরের এক কর্তা বলেন, ‘পুরসভাগুলোর সব বিভাগের কাজে যাতে বছরের শুরুতেই গতি আসে, সেটা নিশ্চিত করতেই এই বৈঠক। সেখানে পুরসভাগুলোর সমস্যা শোনার পাশাপাশি সমাধানের রাস্তাও খোঁজা হবে।’