Kolkata Police : নতুন বছরেই ৪৬টি দুর্ঘটনা, ঠেকাতে গুচ্ছ পরিকল্পনা পুলিশের – kolkata police take initiative to prevent the road accident


এই সময়: শহর কলকাতায় ২০২২-এর তুলনায় ২০২৩-এ পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে নতুন বছরের শুরুতেই দুর্ঘটনার পরিসংখ্যান চিন্তায় ফেলেছে লালবাজারকে। পুলিশ সূত্রে খবর, চলতি বছরে গত ছ’দিনে ৪৬টি পথ দুর্ঘটনা ঘটেছে শহরে। মোট দুর্ঘটনার ৮০ শতাংশ ঘটেছে রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে।

দুর্ঘটনার কারণ হিসেবে যে কয়েকটি বিষয় উঠে এসেছে, তার মধ্যে রয়েছে ঘন কুয়াশায় চালকের ঠিক মতো সামনে দেখতে না পাওয়া, নিয়ম না মেনে গাড়ি চালানো ও চালকদের ক্লান্তি। এই সমস্যা ঠেকাতে যে যে রাস্তায় বেশি দুর্ঘটনা ঘটেছে, সেই এলাকার ট্র্যাফিক বিভাগের কর্তাদের নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাড়াতে হবে স্পিড লিমিটার, স্পিড ব্রেকারের সংখ্যাও।

পুলিশ সূত্রে খবর, যে যে এলাকায় দুর্ঘটনা বেশি ঘটেছে, তার মধ্যে অন্যতম, প্রিন্স আনোয়ার শাহ রোড, বাসন্তী হাইওয়ে, স্ট্র্যান্ড রোড, এসএন ব্যানার্জী রোড, গড়িয়াহাট রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, গুরুসদয় দত্ত রোড, হাজরা রোড, রাসবিহারী অ্যাভিনিউ, এপিসি রোড, বিটি রোড ও ডায়মন্ড হারবার রোড। গত শুক্রবার বাসন্তী হাইওয়েতে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। চালক পুলিশের কাছে দাবি করেছেন, কুয়াশার জন্য সামনে যে কেউ আছে, তা তিনি বুঝতেই পারেননি।

Kolkata Police : ঠাকুরঘরে সতর্ক থাকুন প্রবীণরা, নির্দেশ পুলিশের
এই পরিস্থিতিতে পুলিশকর্তাদের বক্তব্য, কুয়াশা থাকলে অবশ্যই গাড়ির সব লাইট জ্বালাতে হবে। সেই সঙ্গে ট্র্যাফিক গার্ডগুলিকে জানানো হয়েছে, রাতের দিকে কোনও চালক যাতে লেন বদল না করেন, সে দিকে নজর রাখতে হবে। সিগন্যাল ভাঙলে, হেলমেট ছাড়া গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া চালক এবং যাত্রীদের নিয়ে একটি টিম তৈরি করার কথাও জানানো হয়েছে ট্র্যাফিক গার্ডগুলিকে।

টিমের সদস্যদের দিয়ে নিরাপত্তা সংক্রান্ত প্রচার করা হবে। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘২০২২-এর তুলনায় ২০২৩-এ পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে শহরে। এই বছর সেটা আমরা আরও কমাতে চাইছি। সেই লক্ষ্যে শুরু থেকেই দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রচারে জোর দেওয়া হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *