Rail Blockade In West Bengal Jalpaiguri In Demand Of Separate Kamtapur State


পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সকাল থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝে চলছে রেল অবরোধ। এর জেরে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। যদিও কিছুক্ষণ আগেই রেল অবরোধ উঠে গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই অবরোধের জেরে ব্যাহত ট্রেন পরিষেবা। একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তালিকায় ছিল বন্দে ভারতও।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বেতগাড়ার কাছে আটকে বন্দে ভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন। এদিন সকাল সকাল কামতাপুর রাজ্যের দাবিতে ‘রেল রোকো’ অভিযানে নামেন ‘অল কামতাপুর স্টুডেন্টস্‌ ইউনিয়ন (আকসু)’। রেল লাইনের উপরেই বসে পড়েন এই সংগঠনের সদস্যরা। এর জেরে আপ-ডাউনের রেল চলাচল ব্যাহত হয়েছে। তবে কিছুক্ষণ আগে সেই অবরোধ উঠিয়েছে পুলিশ। আটকে থাকা ট্রেনগুলিকেও ছাড়া হচ্ছে।

অন্যদিকে, এদিন এনজেপি স্টেশনে সকাল থেকে যাত্রীরা ট্রেনের অপেক্ষা করছেন। এর ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

এদিন বিক্ষোভকারীরা দাবি করেন, ‘জীবন সিং প্রায় এক বছর কেন্দ্রীয় সরকারের হেফাজতে রয়েছেন। কেন্দ্র শান্তি নিয়ে আলোচনার জন্য কী কী পদক্ষেপ করেছে তা স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরেই শান্তির আলোচনা নিয়ে টানাপোড়েন চলছে। কিন্তু, কোনওভাবেই তা বাস্তবায়িত করা সম্ভ হচ্ছে না। আর তাই পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে তাঁরা ১২ ঘণ্টার রেল অবরোধের ডাক দিয়েছে। এদিকে এই অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক ট্রন আটকে যায়। চরম হয়রানির মুখোমুখি হতে হয় যাত্রীদের।

এই প্রসঙ্গে সংগঠনের সদস্যরা বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি। কিন্তু, কোনও পদক্ষেপ করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীরা এসেছেন। কিন্তু, তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি। এখানের নতুন প্রজন্ম ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। আর সেই কারণেই আমরা পৃথক কামতাপুরীর দাবি জানাচ্ছি। এই দাবি দীর্ঘদিনের। সরকারকে আমাদের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখতে হবে।’
Saraighat Express : প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল সরাইঘাট এক্সপ্রেস, চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা
এদিন এনজেপি স্টেশনে বহু যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় তাঁদের অপেক্ষা করতে হয়। এনজেপি আধিকারিকরা জানান, কিছু ট্রেন দেরিতে চলছে। যদিও খুব বেশি সময়ের জন্য এই অবরোধ চলছিল না বলে দাবি করেছেন তাঁরা। আর সেই কারণে তাঁদের খুব একটা বেশি অসুবিধা হয়নি বলে দাবি। যদিও যাত্রীদের কথায়, দীর্ঘ সময় তাঁরা এই অবরোধের জন্য ভোগান্তিতে পড়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *