Shahid Kapoor Kriti Sanon : শুদ্ধ দেশি লাভ স্টোরিতে শাহিদ কপুর ও কৃতী স্যানন! প্রমোশনে এসে কী বললেন? – shahid kapoor and kriti sanon spotted during promotion of teri baaton mein aisa uljha jiya film watch video


Embed

শাহিদ কপুর এবং কৃতী স্যানন এই প্রথম জুটি বাঁধছেন। তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া তাঁদের নতুন ছবি। এই ছবির রোবট আর মানুষের প্রেম কাহিনী আপনাকে ঝটকা দিতে পারে। এই সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি, জাস্ট ভ্যালেন্টাইনস ডে-র আগে। এই ছবির প্রমোশনে ব্যস্ত শাহিদ কপুর এবং কৃতী স্যানন। এই সিনেমাটি ২০২৩-এর শেষে আসার কথা থাকলেও পরবর্তীতে রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়। মুক্তির দিন নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে। সিনেমার ট্রেলার দেখে যথেষ্ট ভাল রেসপন্স পাওয়া গিয়েছে সব মহল থেকে। কমেডির মোড়কে বানানো এই সিনেমা দর্শককে হলে যে জমিয়ে হাসাতে চলেছে তা পরিষ্কার ট্রেলার দেখে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার নানা খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *