এই সময়, জয়নগর: পাগলা কুকুরের কামড়ে জেরবার জয়নগরের মানুষ। গত ২৪ ঘণ্টায় রাস্তার একটি কুকুর ৬০ জন গ্রামবাসীকে কামড়ে দেওয়ায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কুকুরের ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেন না বাসিন্দারা। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ। এমনই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
একটি মাত্র কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা গ্রাম। পথ চলতি মানুষ এমনকি বাড়ির উঠোনে গিয়েও কামড়ে পালিয়ে যাচ্ছে কুকুরটি। বাইক চালিয়ে আসার সময় খোদ হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুস্তাকিম মোল্লাও কামড় খেয়েছেন কুকুরটির।
একটি মাত্র কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা গ্রাম। পথ চলতি মানুষ এমনকি বাড়ির উঠোনে গিয়েও কামড়ে পালিয়ে যাচ্ছে কুকুরটি। বাইক চালিয়ে আসার সময় খোদ হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুস্তাকিম মোল্লাও কামড় খেয়েছেন কুকুরটির।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আহতদের জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আশপাশের গ্রামগুলিতেও কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক। গ্রাম পঞ্চায়েতের প্রধান মিন্টু মোল্লা বলেন, ‘একটি কুকুর আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই অনেক মানুষকে কামড়েছে। কুকুরটিকে ধরার বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েছি।’