Trinamool Congress : সুবলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ২২ জানুয়ারি – tmc councillors called again no confidence motion against conthi municipality chairman subal manna


এই সময়, কাঁথি: তৃণমূল নেতা তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে ফের অনাস্থা প্রস্তাব ডাকলেন দলের কাউন্সিলাররা। গত ২ জানুয়ারি রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়ে কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। নিয়ম অনুসারে ১৫ দিনের মধ্যে মিটিং ডাকার কথা।

কিন্তু চেয়ারম্যান সুবল মান্না মিটিং না ডাকার পরিবর্তে গত ৫ জানুয়ারি ১৬ জন কাউন্সিলাকে চিঠি পাঠিয়ে কী কারণে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, তার কারণ জানতে চান। কোনও কাউন্সিলার ওই চিঠির উত্তর দেননি বলে সূত্রের খবর। সুবল ১৫ দিনের মধ্যে মিটিং না ডাকায় কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে মিটিং ডাকার জন্যে চিঠি দিয়েছেন।

আগামী ২২ জানুয়ারি ভাইস চেয়ারম্যান অনাস্থা বৈঠক ডেকেছেন বলে তৃণমূল সূত্রে খবর। চেয়ারম্যান সুবল মান্না বলেন, ‘আইন মেনেই সব কিছু হবে।’ কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, ‘যেহেতু চেয়ারম্যান অনাস্থা প্রস্তাব নিয়ে মিটিং ডাকেননি তাই ভাইস চেয়ারম্যান হিসেবে অনাস্থা বৈঠকের চিঠি দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি মিটিং হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *