গামছা পেতে মুড়ির ভোজ, মেলা জমজমাট নদীপাড়ে



রাঢ়বাংলার মানুষের চিরকালের ভালোবাসা মুড়ি। চলতি বছরে বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বরের চরে বসল এই মুড়ির মেলা। এই মুড়ি খাওয়ার জন্যইপ্রায় ৫০-৬০টি গ্রামের মানুষ এসে জড়ো হন এখানে। ​​জেলা সহ দূর-দূরান্ত থেকেও আসেন অনেকে। কেঞ্জাকুড়ার এই মেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে। নদীর চরে বালির উপর গামছা পেতে মাখা হয় বাড়ি থেকে বয়ে আনা মুড়ি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *