গত বছরের আগের বছর মালয়েশিয়ার টুইন টাওয়ার এবং গত বছর চিনের বিখ্যাত গ্র্যান্ড লিসবোয়া করে ব্যাপক ভিড় টেনেছিল কল্যাণীর লুমিনাস ক্লাব। শুধুমাত্র কল্যাণী বা নদিয়া জেলার মানুষই নন, ভিন জেলা এমনকী কলকাতা থেকেও কাতারে কাতারে দর্শনার্থীরা ভিড় করেন কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে। ঝকঝকে মণ্ডপ ও ঝলমলে আলোকসজ্জা দর্শনার্থীদের চোখে কার্যত ঝিলমিল লাগিয়ে দিয়েছিল। বেশকিছু পুরস্কারও জিতে নেয় এই পুজো।
এহেন বড় পুজোর প্রস্তুতি যে অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে কতোটা এগোল তাদের পুজোর প্রস্তুতি? এবার তাদের থিম কী? বাজেটই বা কত? এই সমস্ত বিষয়ে জানতে এখন থেকেই উৎসাহ তৈরি হচ্ছে পুজোপ্রেমী মানুষের মধ্যে। আর সেই সমস্ত বিষয় নিয়েই ক্লাবের অন্যতম কর্ণধার অরূপ মুখোপাধ্যায়েপর সঙ্গে কথা বলল এই সময় ডিজিটাল।
এবারের থিম কী?
২০২৪ সালের পুজোর থিম প্রসঙ্গে অরূপ মুখোপাধ্যায় বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমার বসব। কতগুলো থিম নিয়ে ভেবেছি, চূড়ান্ত করব ফেব্রুয়ারিতে।’ তবে নির্দিষ্টভাবে থিম কী বা কীসের আদলে তৈরি হবে এবারে মণ্ডল, সেই নিয়ে নিশ্চিত করে কিছু বললেন না তিনি। শুধু বললেন, ‘নিশ্চয় চমক থাকবে, আবার সেরার জায়গাতেই থাকব।’
এবারও কি তাহলে বিদেশি কোনও স্থাপত্যের আদলে তৈরি হবে মণ্ডপ, নাকি দেখা যাবে দেশিয় কোনও স্থাপত্যের অনুকরণ? উত্তরে তিনি বলেন, ‘আগে আমার দেশিয় মডেলের মন্দির প্রচুর করেছি। সোমনাথ মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দির আমরা করেছি। সেগুলি হয়ে গিয়েছে। সেগুলি করার পরেই আমরা টুইন টাওয়ার বা এইসবের দিকে গিয়েছি। সবচেয়ে বড় কথা মানুষ কী চাইছেন, দর্শনার্থীরা কী চাইছেন সেইটা দিতে হচ্ছে। দর্শনার্থীদের চাওয়াটাকেই গুরুত্ব দিকে হবে।’
বাজেট কত?
সেক্ষেত্রে এবার কি তাহলে বাজেট আরও বাড়বে? সেই বিষয়েও এখনই স্পষ্ট করলেন না ক্লাবকর্তা। তবে একটা বিষয় তাঁর কথায় স্পষ্ট, এবারেও সেরা হতেই ময়দানে নামবে কল্যাণী লুমিনাস ক্লাব।