Puja Banerjee: ‘সবাই আমাকে দিয়ে আইটেম ডান্স করাতে চায়…’


অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: মুক্তির অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। উত্‍সব মুখোপাধ্যায় পরিচালিত এই নতুন ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা। এক সরল সাদা মেয়ের সাধারণ জীবন থেকে শহরের রাতপরী হয়ে ওঠার গল্প। ৬০ ও ৭০ দশকের এক ক্যাবারে ডান্সারের চরিত্র করতে গিয়ে যে জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন পূজা তা খুবই এনজয় করেছেন। এই সিরিজের জন্য নিজেকে তৈরি করতে নতুন এই নাচ শিখেছেন পূজা। ক্যাবারে ক্যুইন হেলেনই তাঁর অনুপ্রেরণা। তাঁর নৃত্যশৈলি, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন দেখেই নিজের মত করে তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন: Rupam Islam: ‘জয় গোস্বামীর হাত থেকে নোবেল পেয়েই গিয়েছি!’

সিরিজে রেট্রো লুকে দেখা যাবে তাঁকে। তা নিয়ে প্রথম থেকেই এক্সাইটেড ছিলেন। গ্ল্যামারাস লুকে বিভিন্ন হেয়ার স্টাইলের পাশাপাশি,  নো মেকআপ লুকেও দেখা গিয়েছে তাঁকে। বলিউড ও টলিউডে সমান তালে কাজ করে চলছেন তিনি। মা হওয়ার পর দুই ইন্ডাস্ট্রিতে কতটা চ্যালেঞ্জিং ছিল কাজ করা? নায়িকার মত ‘আমার ছেলে খুব ফ্লেক্সিবল। আমার কাছে ও আশীর্বাদের মত। ওর ৬ মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। আমার মা বা আমার শাশুড়ির কাছে থাকে ও। তবে আমি মিস করি ও কাছে না থাকলে। মা হিসাবে অপরাধ বোধ মনে আসে,সারক্ষণ মনে হয় নিজের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি।’

কমার্শিয়াল বাংলা ছবিতে নায়িকাকে বেশ পছন্দ করেছিলেন দর্শক। বর্তমানে তাঁকে আর সেভাবে অভিনয় করতে দেখা যায় না। চিত্রনাট্য বেছে বেছে ছবি করছেন বলেই কী ? নায়িকার মতে- ‘এখন আর অত কমার্শিয়াল ছবি তৈরি হয় না, তবে আমার বিশ্বাস আবার সেই সময়টা ফিরে আসবে যখন ওই ধারার ছবি তৈরি করবেন পরিচালকরা। কনটেন্ট বেসড ছবিতে আমায় কেউ নেয়ও না। সবাই আমাকে দিয়ে আইটেম ডান্স করাতে চায়, এই ধারার ছবিতে খুব একটা আমায় নিয়ে কেউ ভাবেনও না।’

আরও পড়ুন: Shovan-Sohini: ‘যে সরকার কোনও ভাবে পরিবর্তনশীল নয়…’ সোহিনীর সঙ্গে প্রেমে সিলমোহর শোভনের

সদ্য এক রিয়্যালিটি শো-য়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্টেজ শেয়ার করেছেন পূজা। ডিস্কো ডান্সারের সঙ্গে সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে নায়িকার। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে সদ্য কাজ করেছেন, একটা ইচ্ছা পূরণ হয়েছে তাঁর। পরিচালক রাজ চক্রবর্তীর ছবিতে কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেন নায়িকা। সোশ্যাল মিডিয়া ট্রোলিং প্রসঙ্গে তিনি বলেন-‘অনেক কষ্ট করে কেউ এই কাজ করেন, ট্রোলিং এখন নতুন প্রফেশন। যদিও আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার স্বামী। আমি যতই ভাল কাজ করিনা কেন ও খুঁত খুঁজে বের করে। আবার আমিও নিজের বড় ক্রিটিক। তবে ট্রোলারদের কথা এড়িয়ে যাই। আগেও কথা হত, এখনও হয়। শুধু নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে।  মাঝে মাঝে উত্তর দিতেও ইচ্ছা হয়, আবার সামলে নি, আর একেবারে পাত্তা দিই না।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *