Ram Mandir Ayodhya : রামের আরাধনা করেই পুত্র সন্তান লাভ, বাঁকুড়ার মুখোপাধ্যায় পরিবারেও পুজোর জোর প্রস্তুতি – bankura sanabandh mukherjee family is doing preparation for ram puja on the day of ram mandir inauguration


আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা, এই অবস্থায় যখন চরম উন্মাদনা রামভক্তদের মধ্যে, ঠিক তখনই কূলদেবতা রামকে ঘিরে উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাঁকুড়ার সানবাঁধা গ্রামের রামপাড়ার মুখোপাধ্যায় পরিবারে সদস্যরাও। বিগত সাত পুরুষ ও বর্তমানে কুড়িটি পরিবারের মানুষের হাত ধরে শালগ্রাম শিলা রাম হিসেবে পূজিত হয়ে আসছেন।

মুখোপাধ্যায় পরিবার সূত্রে খবর, তাঁদের পূর্ব পুরুষ অপুত্রক ছিলেন। পরে বেনারস থেকে শালগ্রাম শিলা এনে রামরূপে পুজো শুরুর পাশাপাশি শ্রীরামচন্দ্রের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন তাঁরা যে পরিবারে পুত্র সন্তান জন্মালে ‘রাম নামে তাদের নামকরণ করা হবে’। সেই প্রথা এখনও চলে আসছে। এই পরিবারের পুত্র সন্তানদের নামের আগে ‘রাম’ যোগ থাকবেই। প্রথা মেনে এখনও প্রতিদিন তিনবার পুজো হয়। সকালে বাল্যভোগ, দুপুরে অন্নভোগ ও সন্ধ্যায় সন্ধ্যারতির মাধ্যমে পুজো করা হয়।

এই পরিবারের সদস্য রামনিধি মুখোপাধ্যায়, রামকানাই মুখোপাধ্যায়, রামরঞ্জন মুখোপাধ্যায় থেকে বর্তমান প্রজন্মের রামচরণ মুখোপাধ্যায়রা জানান, অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। এই মন্দিরে রাম নবমীর দিন বিশেষ পুজোপাঠ হলেও এবার ওই দিনও রামপাড়ার রাম মন্দিরে বিশেষ পুজাপাঠ হবে। পুরো মন্দির ফুল দিয়ে সাজান হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তাঁরা।

গৃহবধূ সন্ধ্যা মুখোপাধ্যায়, তাঁদের কুল দেবতা রামচন্দ্র। প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজা করা হয়। সন্ধ্যা মুখোপাধ্যায় আরও জানান, রাম মন্দিরে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি ২২ তারিখ মহাসমারোহে পুজো হবে বলেও জানান তিনি।

শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যায়
প্রসঙ্গত, মাঝে আর একটা মাত্র দিন, তারপরেই উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালই অযোধ্যায় পৌঁছে যাবেন তিনি। ইতিমধ্যেই সংযমও পালন করছেন নরেন্দ্র মোদী। মন্দির উদ্বোধন উপলক্ষে সাজসজরব গোটা অযোধ্যাজুড়ে। চলছে কার্যত রাজসূয় যজ্ঞের প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন রাম মন্দির উদ্বোধনের মুহূর্তে। ইতিমধ্যেই রামলালার জন্য সারা দেশে থেকে অযোধ্যায় পৌঁছে গিয়েছে বিভিন্ন উপহার। পশ্চিমবঙ্গ থেকে ১০০ কেজি সুন্দরবনের মধুও পাঠান হয়েছে। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *