Jhargram Tapoban : পিতা রামের আবাহন বিশ্বজনীন, পুত্র লব-কুশের জন্মস্থল তপোবনেও আয়োজন বিশেষ পুজোর – jhargram tapoban valmiki ashram organised special puja for ram mandir inauguration at ayodhya


বুদ্ধদেব বেরা, এই সময়

তপোবনে সীতার পর্ণ কুটিরে জন্ম নিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম রামের পুত্রসন্তান লব ও কুশ। সীতা মায়ের কোল আলো করে এসেছিল দুই সন্তান। পিতার মহা সমারোহে মন্দিরের উদ্বোধন যখন হচ্ছে অযোধ্যায়, তখন পুত্রদের জন্মস্থল তপোবনে আয়োজিত হল বিশেষ পুজোর। ব্যবস্থা করা হল নাম সংকীর্তনেরও।

ঝাড়গ্রাম থেকে ৬৪ কিমি দূরে অবস্থিত নয়াগ্রামের তপোবন জঙ্গল। ৯ নম্বর রাজ্য সড়ক ধরে যাওয়া যায় ওই জঙ্গলে। ওড়িশা সীমান্তবর্তী এই গ্রাম। রাম-সীতার স্মৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে তপোবনের জঙ্গল। কথিত রয়েছে, রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকির আশ্রম ছিল এই তপোবনে। সীতা দেবী তাঁর দুই সন্তান লব ও কুশের জন্ম দিয়েছিলেন সেখানেই। সেখানে গড়ে উঠেছে একটি মন্দির, রয়েছে সীতানালা, সীতা কুণ্ড, হলুদ কুণ্ড, ঋষি বাল্মীকির সমাধিস্থান, অশ্বমেধ ঘোড়া, সীতার পর্ণ কুটির।

লব কুশের জন্মের পর তাঁদের গায়ে তাপ দিতে আগুন জ্বেলেছিলেন সীতা। সেই সীতাকুণ্ডতে সারা বছরই জ্বলে আগুন। বয়ে যাওয়া সীতা নালা কখনোই শুকনো হয় না। শাল জঙ্গল ঘেরা এলাকায় হাতির তাণ্ডব রয়েছে। তবে প্রাণহানির ঘটনা তেমন ঘটেনা। বন দফতর এবং স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, সীতার পর্ণ কুটির সংস্কার, মন্দির সংস্কার এবং একটি গেস্ট হাউস তৈরি করা হয়েছে।

সুবর্ণ রেখা নদীর বয়ে যাওয়া খালের উপর তৈরি করা হয়েছে একটি কালভার্ট। এলাকায় ঘুরে বেড়ায় হাতি এবং হরিণ। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের দিনে ওই এলাকায় সকাল থেকে নাম কীর্তন এবং দুপুরে অন্ন ভোগের ব্যবস্থা করেছে বিজেপি। বিজেপির মন্ডল সভাপতি পঙ্কজ মণ্ডল বলেন, ‘অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের দিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের তপোবন এবং রামেশ্বর মন্দিরে পূজা আর্চনার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের অনুমতি না পেলেও নাম সংকীর্তন করা হবে।’ তবে বিজেপির অভিযোগ, এলাকায় উন্নয়ন তেমন হয়নি, রয়েছে হাতির উপদ্রব। পালটা প্রাক্তন পূর্ত কর্মধক্ষ তথা তৃণমূল নেতা মন্টু মাহাতো বলেন, ‘এলাকার উন্নয়নের জোর দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে। সাজিয়ে তোলা হয়েছে এলাকাকে। পানীয় জলের ব্যবস্থা ছাড়াও একটি গেস্ট হাউস রয়েছে।’

Ram Mandir Inauguration : রামের সেবায় গোবিন্দভোগ, ১০০১ কেজি চাল পাঠালেন সুকান্ত মজুমদার
তপোবন উন্নয়ন কমিটির সদস্য জয়ন্ত দে বলেন, ‘মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। আগামীকাল নাম সংকীর্তন এর ব্যবস্থা করা হয়েছে।’ তপোবন জঙ্গলে সারা বছরই সাধু-সন্তদের আনাগোনা রয়েছে। পুলিশ প্রশাসনের তরফে এবং বনদপ্তর বিশেষ সজাগ হয়ে এলাকার নিরাপত্তার কাজ করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *