অভিষেক বলেন, ‘২০১৯ ও ২০১৪-য় ভারতবর্ষের মানুষ যে কারণে ভোট দিয়েছিল, আজ সেটাই বাস্তবায়িত হয়েছে। ২০২৪-এ আপনি যদি ১০০ দিনের টাকাকে সামনে রেখে, বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে, আপনার বাড়িতে আপনার পাড়ার, আপনার গ্রামের রাস্তাকে সামনে রেখে ভোট দেন, যত বড় নেতা হোক আপনার টাকা আটকে রাখতে পারবে না। বিষয় বস্তুকে সামনে রেখে ভোট দিতে হবে।’
নাম না করে বিজেপিকে নিশানা করে বিজেপি বলেন, ‘রাজনীতিতে মানুষের সমর্থন অর্জন করতে পারে না, তারা ধর্মের নামে ভোট চাইতে যায়। কেন্দ্রে যে সরকার চলছে, তারা কেন্দ্রীয় এজেন্সিকে বলে দিচ্ছে কী ভাবে তদন্ত করতে হবে, বিচার ব্যবস্থার একাংশকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। কালি একটা জায়গায় এরা কোনওরকমভাবে কোনও প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি, সেটা হচ্ছে মানুষের হৃদয়। তাই কানে শুনে নয়, চোখে দেখে লড়াইে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অব্যাহত থাকে তা সকলকে সুনিশ্চিত করতে হবে।’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি উপস্থিত জতাকে সতর্ক করে অভিষেক বলেন, ‘কোই কহতে হ্যায় হিন্দু খতরে মে হ্যায়, কোই কহতে হ্যায় মুসলমান খতরে মে হ্যায়, ম্যায় কহতা হুঁ, ধরম কা চশমা হটাকে দেখ, পুরা হিন্দুস্তান খতরে মে হ্যায়।’
বিস্তারিত আসছে….
