Calcutta High Court : প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে স্ত্রীকে চাকরির অভিযোগ, SSC কর্তার বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের – calcutta high court orders state government to take action against ssc western region chairman


স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আর সেই কারণে অবিলম্বে তাঁকে বহিষ্কার করার নির্দেশ দিল আদালত। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে হাজিরারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

কী বলল আদালত?
সোমবার শুনানিতে রাজ্যের উদ্দেশে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন, অবিলম্বে তাঁকে হেফাজতে নিন। তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি তাঁর স্ত্রীকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ করুন।’ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও হাজিরার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ। মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনায় এমন নির্দেশ দিয়েছে আদালত।

আসল ঘটনা কী?
প্রসঙ্গত, ২০১১ সালে পরীক্ষা দেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন। ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, ২০১৯ সালে সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি নিয়েছেন জাসমিন। আর এর নেপথ্যে হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। খোদ সিরাজউদ্দিন মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে বিভিন্নমহলে। আদালত পর্যন্ত গড়ায় জল। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর।

নিয়োগ দুর্নীতিতে বিগত বছর খানেকেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। মামলার তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই – এর মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অর্থ। একইসঙ্গে প্রাথমিকের নিয়োগেও উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। আর সেখানেই শেষ নয়, শিক্ষা দফতরে বেশ কিছু কর্তাব্যক্তিকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এমনকী সম্প্রতিও নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে শহরে ৬ থেকে ৭ জায়গায় তল্লাশি চালায় ইডি। ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের একাধিক বাড়ি এবং অফিস – সহ বেশকিছু জায়গায় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর এসবেরই মাঝে এবার স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *