Mamata Banerjee Rally : ‘সীতার কথা বলেন না, আপনারা নারী বিরোধী?’, বিজেপিকে নিশানা মমতার – mamata banerjee attacks bjp for not granting goddess sita on ram mandir issue


নারী ক্ষমতায়নের ব্যাপারে বরাবরই সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সরকারে আসার পর একের পর এক নারীকেন্দ্রিক প্রকল্প চালু করেছেন তিনি। রাম মন্দির প্রতিষ্ঠার ইস্যুতে সেই নারী ক্ষমতায়ন সম্পর্কে বিজেপির মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা। রাম মন্দির নিয়ে এত কথা বলা হলেও সীতা মাকে নিয়ে কেন কিছু পদক্ষেপ করা হচ্ছে না? সেই বিষয়ে বিজেপিকে খোঁচা রাজ্যের মুখ্যমন্ত্রীর।

সংহতি মিছিল থেকে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আপনারা তো কখনও সীতার কথা বলছেন না। সীতা ছাড়া রাম অসম্পূর্ণ। আপনারা খালি রামকে নিয়ে কথা বলছেন, সীতাকে নিয়ে কথা বলছেন না কেন? আপনারা কি নারী বিরোধী?’ প্রশ্ন তোলেন মমতা। পুরুষোত্তম রামকে নিয়ে উন্মাদনা-উচ্ছ্বাস থাকলেও সীতা মাকে নিয়ে কোনও ‘বাহুল্যতা’ না থাকায় বিজেপিকে কাঠগড়ায় তোলেন মমতা।

সোমবার সংহতি মিছিল থেকে ধর্ম পালন নিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনের বক্তৃতা থেকে তিনি স্পষ্ট করেন, বিজেপি একমাত্র ধর্মের ধারক এবং বাহক নন, ধর্মের নাম নিয়ে আদতে ‘বিভাজনের রাজনীতি’ করছেন তাঁরা। তাঁর প্রতিবাদে উঠে আসে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারে স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্য প্রসঙ্গ।

সোমবারের সংহতি মিছিলের পর বক্তৃতা সভা থেকে মমতা বলেন, ‘যাঁরা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াককে ভেঙে দিতে পারে, তাঁরা কোন মুখ বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে।’ উল্লেখ্য, কিছুদিন আগেই রেলের নির্মাণ কাজের জন্য দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভেঙে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রেলের তরফে। বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে স্কাই ওয়াক ভেঙে ফেলার ভাবনা থেকে বিরত হয় রেল।

TMC Rally : মমতার ‘সংহতি যাত্রা’-য় সর্বধর্মের সমাহার, সঙ্গে অভিষেকও
এরপরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম না করে কটাক্ষ করেন মমতা। কলকাতায় গীতা পাঠ অনুষ্ঠানের সময় সুকান্ত মজুমদারকে মন্তব্য করতে শোনা যায়, ‘যাঁরা বলে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো। তাঁরা আসলে কমিউনিস্ট।’ স্বামীজির বাণী নিয়ে এহেন মন্তব্য করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সুকান্ত মজুমদারকে। যদিও স্বামী বিবেকানন্দকে নিয়ে বা তাঁর নাম করে কিছু বলা হয়নি বলে জানিয়েছিলেন সুকান্ত। সুকান্ত মজুমদারের সেই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যাঁরা স্বামী বিবেকানন্দের বদনাম করে, উনি নাকি হিন্দুই ছিলেন না। আমাকে মানতে হবে?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *