Ram Mandir,‘অন্য ধর্মকেও ভালোবাসা যায়…’, রামের পুজোতে মাতলেন হুগলির নাজিরও – hooghly muslim bjp leader chanting lord rama for ayodhya ram mandir inauguration ceremony


রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশ জুড়ে উন্মাদনা। পালটা, ধর্মের নামে রাজনীতি করার আওয়াজ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলো। এর মাঝেই রামের পুজো দিলেন মুসলিম সমাজের এক প্রতিনিধি। ধর্মীয় বেড়াজাল ভেঙে হিন্দু দেবতার পুজোতে অংশগ্রহণ কাজী নাসির।

সোমবার জয় শ্রী রাম ধ্বনি দিয়ে রামের পুজো করলেন কাজি নাসির। রামমন্দির উদঘাটন রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সংহতি যাত্রার দিনে চন্ডীতলায় দেখা গেল এমনই মেলবন্ধনের ছবি। ধর্মীয় ভেদাভেদ ভুলে রাম বন্দনায় মাতলেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীরা এদিন রাম মন্দির উদ্বোধনের উচ্ছ্বাসে ভেসেছে, সেই স্রোতে গা ভাসালেন নাজিরও।

কাজী নাসির দীর্ঘদিনের বিজেপি কর্মী। বিজেপি নেতা তপন শিকদারের ঘনিষ্ঠ ছিলেন তিনি সেই সময় থেকে রাজনীতি করেন নাসির। দীর্ঘদিন ধরেই বিজেপি দলের সদস্য তিনি। রাজনীতি করতে গিয়ে নানা সমস্যার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে কোনওদিন বিজেপি ছাড়েননি। সারা ভারত ব্যাপী রাম বন্দনায় বিজেপি নেতা কর্মীদের মেতে ওঠার তালিকায় ছিল তাঁর নামও।

আজ রামমন্দির উদ্বোধনের দিন তিনি চন্ডীতলার গোপালপুর বাজারে রামের পুজো করেন। আকুনি সহ কয়েকটি গ্রামে রামের ছবি নিয়ে জয় শ্রী রাম বলতে বলতে এলাকা পরিদর্শন করেন। নাসির বলেন, ‘রামমন্দির উদ্বোধনে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু বয়সের কারনে সেখানে যাওয়া হয়নি। রামকে পছন্দ করি। ধর্ম ধর্মের জায়গায় থাকবে কিন্তু অন্য ধর্মকে ভালোবাসা যাবে না এমন তো কেউ বলে দেয়নি।’

Ram Mandir : নিম কাঠের তৈরি মূর্তি! চমকে দেবে হুগলির প্রাচীন টেরাকোটার রাম-সীতা মন্দিরের ইতিহাস
সোমবার উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের দ্বারদঘটন এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। সারা দেশ ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নিয়েছিল বিজেপি। ঘরে ঘরে প্রচার করা হয়েছে এই অনুষ্ঠান নিয়ে। তবে নির্দিষ্ট একটি ধর্মের কর্মসূচিকে বিজেপি রাজনৈতিক রং লাগিয়ে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তুলতে চাইছে বলে আওয়াজ তুলেছে বিরোধীরা। অন্যান্য ধর্ম সম্প্রদায়কে গুরুত্ব না দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে বিরোধী নেতাদের কথায়। এর মধ্যেই দেখা গেল এক অন্য উদাহরণ। রাম মন্দির প্রতিষ্ঠার উন্মাদনায় মেতে উঠলেন এক মুসলিম সমাজের মানুষ। ধর্মের ভেদাভেদ না করে অন্যের ধর্মের উৎসবেও সামিল হতে দোষ কোথায়? সেই বার্তাই এদিন তুলে ধরেন নাজির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *