WB Transport Department : ছাড় দেওয়ায় মোটা টাকা ঘরে পরিবহণ দপ্তরের – wb transport department decision to open regional offices on saturday


এই সময়: গাড়ির মালিকদের কর ছাড়ের সুবিধা দিতে এবার থেকে শনিবারও পরিবহণ দপ্তরের আঞ্চলিক অফিসগুলি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বকেয়া টাকা ঘরে তুলতে ১ জানুয়ারি থেকে ওয়েভার স্কিম চালু করেছে রাজ্য পরিবহণ দপ্তর। এই সুবিধে মিলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। দপ্তর সূত্রের খবর, প্রথম ১০ দিনে ওয়েভার স্কিম বাবদ ১০০ কোটি টাকার বেশি ঘরে এসেছে।

শনিবারে অফিস খোলা থাকলে আয় আরও বাড়বে বলেই দাবি দপ্তরের কর্তাদের। ২৯ জানুয়ারি পর্যন্ত এই ছাড়ের কথা ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে তা আরও কিছুটা বাড়ানো হবে বলেও ইঙ্গিত মিলেছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ির বকেয়া সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) আপ টু ডেট করালে জরিমানার উপর ১০০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

West Bengal Government Employees Leave: শনিবার খোলা একাধিক সরকারি অফিস, বিশেষ কারণে জেলা কর্তাদের স্টেশন লিভে নিষেধাজ্ঞা
সরকারি ছাড়ের সুবিধা নিতে রাজ্যের সব আঞ্চলিক অফিসে লম্বা লাইন পড়ছে সকাল থেকে। কেননা, সিএফ করাতে সংশ্লিষ্ট গাড়ি নিয়ে পরিদর্শকের সামনে হাজিরা বাধ্যতামূলক। পাশাপাশি পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ খানিকটা সময় লাগে। তাছাড়া, পুলকার চালকরা এই ছাড়ের দিন ঘোষণা হওয়ার পরেই দাবি তুলেছিলেন, বর্তমানে পুরোদমে স্কুল চলছে।

সামনেই পরীক্ষার মরশুম। ফলে, শনিবার অফিস খোলা থাকলে তাঁরাও ছাড়ের সুবিধা নিতে পারেন। পরিবহণ দপ্তরের এক কর্তা রবিবার বলেন, ‘সকলে যাতে ছাডে়র সুবিধা পান, সেজন্য শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *