২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সব গাড়ির কর বকেয়া রয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে তা শোধ করলে কোনও জরিমানা দিতে হবে না বলে জানানো হয়েছে। সভায় আঞ্চলিক পরিবহণের আধিকারিক ও পুরসভার চেয়ারম্যান ছিলেন। বনগাঁর আঞ্চলিক পরিবহণ সূত্রে জানা গিয়েছে, বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ২০২৩ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া করের পরিমাণ ৮ কোটি টাকা।
এত পরিমাণ কর বকেয়া থাকার ফলে রাজ্য পরিবহণে রাজস্ব আদায়েও ঘাটতি হচ্ছিল। তাই বকেয়া কর আদায়ের ক্ষেত্রে অনেকটা শিথিল মনোভাব দেখিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া কর দিলে কোনও জরিমানা লাগবে না বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। এ বার বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে শহরের পরিবহণ মালিক থেকে শ্রমিক সংগঠন-সহ পরিবহণের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে বিশেষ প্রচার এবং সচেতনতামূলক সভার আয়োজন করেছিল বনগাঁর আঞ্চলিক পরিবহণ দপ্তর এবং পুরসভা।
বনগাঁ শহর লাগোয়াই রয়েছে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক স্থলবন্দর। প্রতিদিন কয়েক হাজার ট্রাক যাতায়াত করে। বনগাঁ শহরে পরিবহণ মালিকের সংখ্যাও অনেক। পুরসভার চেয়ারম্যান থেকে আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিকরা যাঁদের বাকি আছে, তাঁদের গাড়ির বকেয়া কর পরিশোধের জন্য আবেদন করেন। পাশাপাশি সচেতনতার জন্য বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দিয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।
বনগাঁ আঞ্চলিক পরিবহণের সহকারী আধিকারিক সরোজকুমার সরকার বলেন, ‘বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি মিলিয়ে ৮ কোটি টাকা বকেয়া কর রয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া কর পরিশোধ করলে কোনও জরিমানা লাগবে না।’ বনগাঁ পুরসভার চেয়ারম্যান বলেন, ‘বকেয়া কর আদায়ের জন্য গাড়ির মালিকদের সরকার বিরাট সুযোগ দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ বনগাঁর গাড়ির মালিকদের মধ্যে প্রচারের জন্যই এই উদ্যোগ।’