ওএমআর শিট দিয়ে ঠোঙা
শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা রয়েইছে। দুর্নীতির জাঁতাকলে পড়ে সফল চাকরিপ্রার্থীরা এখনও চাকরির প্রত্যাশায় বসে। চলছে আন্দোলন, ধর্না। এরই মাঝে এল চাঞ্চল্যকর খবর। চাকরি প্রার্থীদের পরীক্ষার ওএমআর শিট ঠোঙা হয়ে ঘুরে বেড়াচ্ছে বর্ধমানের দোকানে–দোকানে।