Durga Puja 2024 : রাম মন্দিরের পর এবার কোন থিম সন্তোষ মিত্র স্কোয়ারে? মুখ খুললেন পুজোর প্রধান উদ্যোক্তা – santosh mitra square durga puja committee main organizer sajal ghosh said about their durga puja 2024 theme


নির্ধারিত দিনে এবং নির্ধারিত সূচি মেনে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে সারা দেশে উৎসবের আবহ। শহর কলকাতা তথা গোটা রাজ্যেও সেই উৎসবের আমেজ দেখা গিয়েছে। আর এই আবহে অনেকেরই মনে পড়ছে গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের কথা।

২০২৩ সালে রাম মন্দিরের আদলে মণ্ডপ ও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আলোকসজ্জার মাধ্যমে শহর কলকাতার পুজোর অন্যতম ক্রাউড পুলার হয়ে ওঠে সন্তোষ মিত্র স্কোয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুজোর উদ্বোধন করেছিলেন। মণ্ডপ দেখে এককথায় তাজ্জব হয়ে গিয়েছিলেন লাখ লাখ দর্শনার্থী। অনেকেই বলতে শুরু করেন, অযোধ্যার আগেই ‘রাম মন্দির’ দেখার সুযোগ পেয়ে গেলেন কলকাতা তথা বাংলার মানুষ। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে ভিড় হয় মানুষের। মণ্ডপের বাইরে দেখা যায় দীর্ঘ লাইন। প্রায় সকলেই সাধুবাদ জানান উদ্যোক্তাদের।

আগামী পুজোর থিম নিয়ে জল্পনা
এবার রাম মন্দির প্রতিষ্ঠার আবহে আবারও মানুষের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন, যে আগামী পুজোয় কোন থিম বা ভাবনা নিয়ে হাজির হবে সন্তোষ মিত্র স্কোয়ার। কারণ এক্ষেত্রে বলে রাখা ভালো, কলকাতা ও বিভিন্ন জেলার বড় পুজো কমিটিগুলির প্রস্তুতি মোটামুটি সারা বছর ধরেই চলতে থাকে। সেক্ষেত্রে কলকাতার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। তাই তাদের ২০২৪ সালের পুজোর থিম নিয়েও ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, আগামী পুজোতেও কি এমনই কোনও মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ, না কি থাকবে অন্য কোনও চমক?

Ram Mandir Photo : রাম মন্দিরের বদলে দেদারে শেয়ার সন্তোষ মিত্রর পুজো প্যান্ডেলের ছবি, মুখ খুললেন উচ্ছ্বসিত সজল
কী বলছেন পুজো উদ্যোক্তা?
এই প্রসঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম কর্ণধার তথা বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘আমরা যেটা করি, প্রতিবারেই সাম্প্রতিক বিষয়ের (কারেন্ট টপিক) ওপর কাজ করি। আমরা গতবার যেমন মন্দিরের ওপরে করেছিলাম, তার আগেরবার আমরা দেশাত্মবোধের ওপরে করেছিলাম, দেশপ্রেমের ওপরে করেছিলাম, স্বাধীনতার অমৃত মহোৎসব করেছি। বেশিরভাগ সময়েই আমরা সাম্প্রতিক বিষয়ের ওপরেই করি। দেখা যাক এবার কী করা যায়!’ সেক্ষেত্রে নিজেদের পুজোর থিম বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের আসল ভাবনা কী থাকে, সেটা একপ্রকার স্পষ্টই করে দিয়েছেন সজল ঘোষ। এখন দেখার বাস্তবেই এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ফুটে ওঠে কোন থিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *