Habra Hospital News : অক্সিজেন মাস্ক সরিয়ে বিড়িতে সুখটান! হাবড়া হাসপাতালের ঘটনায় মুখ খুলল কর্তৃপক্ষ, ছেলে বললেন… – north 24 parganas habra state general hospital female patient reportedly smokes in the ward here is the reaction of her son


হাসপাতালের ওয়ার্ডেই সুখটান মহিলা রোগীর, আর তাতেই ঘটল চরম বিপত্তি। বিড়ির আগুন থেকেই চুলে আগুন লেগে হলুস্থুলকাণ্ড। অগ্নিদগ্ধ রোগী। ঘটনাটি ঘটেছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। আহত রোগীর নাম অরুণা অধিকারী। গুরুতর অবস্থায় ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজে হাসপাতালে।

জানা গিয়েছে, মহিলা ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধিন ছিলেন অরুণা অধিকারী। অক্সিজেন চলছিল তাঁর। ওই অবস্থাতেই রাতে বিড়ির সুখটান দিতে গিয়ে ঘটে যায় এই বিপত্তি। বিড়ির আগুনে চিকিৎসাধিন অরুণা অধিকারীর মুখের কিছুটা অংশ ও চুলের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজে হাসপাতালে। তবে যথা সময়ে নজরে না এলে এই ঘটনা থেকে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করা হচ্ছে। আতঙ্ক ছড়ায় মহিলা ওয়ার্ডের চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যেও।

মহিলা ওয়ার্ডের এক রোগীর কথায়, বেডে বসে রাতে সুখটান দিচ্ছিলেন অরুণা। সেই আগুন থেকেই চুলে আগুন লেগে যায় তাঁর। মুখের কিছুটা অংশও পুড়ে গিয়েছে এই ঘটনায়। বিষয়টি নজরে আসতেই অরুণার বেডের সামনে ছুটে যান কর্তব্যরত নার্সরা। দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। আগুন থেকে অক্সিজেন সিলিন্ডারেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে বড়সর বিপত্তি থেকে রক্ষা মিলেছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।

এদিকে এই ঘটনায় হাসপাতালে নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ‘ওই রোগী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধিন ছিলেন, অক্সিজেন চলছিল। তারমধ্যেই মাস্ক খুলে ধুমপান করেছিলেন, তাতেই বিপত্তি ঘটে।’ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আগামীদিনে রোগীদের নিরাপত্তার ক্ষেত্রে আরও কঠোর নজরদারি চালানো হবে বলেও আশ্বাস সুপারের। ঘটনায় অরুণা অধিকারীর ছেলে বলেন, ‘মা বিড়ির নেশা করে। হাসপাতালের বেডে বসেই বিড়ি খাচ্ছিল। তারপরেই এই ঘটনা ঘটে।’

প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে লাগাতার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু তারপরেওই কোনও কোনও যায় ঘটে যায় কিছু অবাঞ্ছিত ঘটনা। অনেক ক্ষেত্রে যেমন হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সেক্ষেক্রে কী ভাবে অরুণা অধিকারীর কাছে বিড়ি পৌঁছল সেটিও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *