Kolkata News : পার্ক সার্কাস ব্রিজ থেকে আত্মহত্যার চেষ্টা, ‘বিরিয়ানি’-র লোভ দেখাতেই সুড় সুড় করে নেমে এলেন ব্যক্তি – man climbed down form park circus bridge no 4 after being lured of biriyani by kolkata police


বিরিয়ানির লোভ আর ছাড়া যায়! ধোঁয়া ওঠা সুগন্ধি বিরিয়ানির লোভে মৃত্যুকেও ভুলে যাওয়া যায়। এমনটাই হল মঙ্গলবার কলকাতা পার্ক সার্কাস ৪ নং ব্রিজের কাছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন! বিরিয়ানির লোভে আত্মহননের পথ থেকে সরে এলেন এক ব্যক্তি। ঝাঁপ দিতে গিয়েও ৪ নম্বর ব্রিজ থেকে সুড় সুড় করে নেমে এলেন নিচে।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, মঙ্গলবার বেলা ২.৪০ মিনিট নাগাদ পার্ক সার্কাসের ৪ নং ব্রিজের উপরে উঠে যান এক ব্যক্তি। বিষয়টি চোখে পড়ে পথ চলতি জনগণের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। কড়েয়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে বুঝিয়ে সুজিয়ে ব্রিজ থেকে নামিয়ে আনার চেষ্টা করে। কিন্তু, সেই ব্যক্তি নাছোড়বান্দা। ব্রিজের মাথা থেকে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টায় মগ্ন তিনি।

তবে ওই ব্যক্তি যাতে কিছুতেই ঝাঁপ না দেন তাঁর জন্য কথা বলতে থাকেন পুলিশ আধিকারিকরা। কথার ফাঁকে উঠে আসে বিরিয়ানি প্রসঙ্গ। তাঁকে জানানো হয়, তিনি যেন ব্রিজ থেকে নেমে আসেন তাহলে কলকাতার নামী রেস্তোরাঁ থেকে তাঁকে বিরিয়ানি খাওয়ানো হবে। ব্যাস! বিরিয়ানির লোভ আর আটকে রাখা যায়। চুলোয় যাক, মৃত্যুকামী আত্মহননের চিন্তা। পুলিশের কথায় ব্রিজ থেকে নেমে আসেন বুকটি। হাফ ছেড়ে বাঁচেন লোকজন।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কড়েয়া থানা এলাকায় থাকেন। তিনি একটি মার্বেল টাইলের ব্যবসা করেন। তবে বেশ কিছুদিন ধরে তাঁর ব্যবসায় মন্দা চলছিল। আর্থিক অসঙ্গতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই তাঁর স্ত্রী সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁর ছোট কন্যা এবং স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। বড় মেয়ের সঙ্গে থাকেন তিনি। আর্থিক অস্বচ্ছলতার জন্য মেয়ের কাছেও রোজ কথা শুনতে হয় থাকে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে তিনি তাঁর বড় মেয়েকে নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। হঠাৎ পার্ক সার্কাস ৪ নং ব্রিজের কাছে এসে নিজের বাইক দাঁড় করান ওই ব্যক্তি। এরপর নিজের মেয়েকে জানান, তাঁর মোবাইল ফোনটি পড়ে গিয়েছে। বাইক থেকে নেমে মেয়ে মোবাইল খুঁজতে শুরু করে। ঠিক তখনই সকলের বেখেয়ালে ব্রিজের মাথায় উঠে পড়েন তিনি। ব্রিজের মাথায় উঠে ঝাঁপ দেওয়ার জন্য উদ্ধত হন তিনি। পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে। এই কারণে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যবস্থা বিঘ্ন ঘটে কিছুক্ষণের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *