Mamata Banerjee : দোরগোড়ায় লোকসভা নির্বাচন, মাস পেরোলেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা – mamata banerjee will visit north bengal at the beginning of february before lok sabha election


লোকসভা নির্বাচন দোরগোড়ায়। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে ইতিমধ্যে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই মাস পেরোলেই উত্তরবঙ্গ সফর যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কিছু কর্মসূচিতেও তিনি যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।

কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সরকারি কাজের ফাঁকেই দলীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠক সারতে পারেন বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে জেলার নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন তিনি। ভোটের আগে কীভাবে প্রস্তুতি সারতে হবে, সে ব্যাপারে নির্দেশ দেবেন দলনেত্রী।

কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি লঘু হয়ে গেলে নতুন কোনও সরকারি প্রকল্পে বাধা তৈরি হবে। তাই তার আগে পড়ে থাকা সরকারি প্রকল্পগুলির উদ্বোধন বা সূচনার কাজ আগেই সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে নতুন মহকুমা ঘোষণা করা হয়েছে। উপ নির্বাচনের আগে যা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তৃণমূল কংগ্রেসের। সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলাতেও মুখ্যমন্ত্রীর সভার আয়োজন থাকতে পারে।

অন্যদিকে, রাজনৈতিক দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলো বিজেপির শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে যাতে উত্তরবঙ্গের আসনগুলো থেকে তৃণমূল ফায়দা তুলতে পারে সে ব্যাপারেও পাখির চোখ রয়েছে শাসক শিবিরের। বাংলায় বিজেপিকে আটকাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের আসন সংখ্যা বাড়াতে হবে এ ব্যাপারে আগেই দলের অভ্যন্তরে নির্দেশ দিয়েছেন দলনেত্রী। লোকসভার মহারণের আগে তাই দল কতোটা প্রস্তুত, সেটা খতিয়ে দেখতে তিনি নিজেই উত্তরবঙ্গে যাচ্ছেন বলেই দাবি ঘনিষ্ঠ মহলে।

Mamata Banerjee : ‘২০ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি!’ সরকারি ছুটি নিয়ে মন্তব্য মমতার, কটাক্ষ শুভেন্দুর
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের শুরুতেই সাত দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন তিনি। পালা করে করে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ফের মাস কাটতে না কাটতেই তাঁর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *