Parking System,দমদমে পার্কিংয়ের জমি খোঁজা শুরু – south dum dum municipality has planned to revamp the parking system


এই সময়: কলকাতা লাগোয়া দমদম পুর এলাকায় সে ভাবে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দমদম রোড বা যশোহর রোডের মতো ব্যস্ত রাস্তায় যানজট নিত্যদিনের সমস্যা। এবার পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দমদম পুরসভা।

খাতায়কলমে ‘এ’ গ্রেড প্রাপ্ত এই পুরসভা। অথচ এখনও পর্যন্ত এই তল্লাটে সে ভাবে পার্কিং লট নেই। পুরসভা সূত্রের খবর, পার্কিং লট তৈরির জন্য জায়গা খোঁজা শুরু হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে সে কাজ শেষ করার টার্গেট রয়েছে।

ব্যারাকপুর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তার বক্তব্য, ‘আমরা নিয়মিত অভিযান চালাই। নো-পার্কিং জ়োনে গাড়ি রাখলে কাঁটা লাগিয়ে দেওয়া হয়, জরিামানা বাবদ নেওয়া হয় ৫০০ টাকা। কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় গাড়ির মালিকরাও বাধ্য হয়েই নো-পার্কিং জ়োনে গাড়ি রাখেন।’ ইতিমধ্যেই পুলিশের তরফে ২০টি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে পুরসভায়।

App Cab In Kolkata : টাউট ক্যাব মুক্ত অভিযান শুরু কলকাতা এয়ারপোর্টে
কেন এত দিন ধরে গড়ে তোলা যায়নি পার্কিংয়ের ব্যবস্থা? দক্ষিণ দমদমের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অঞ্জনা রক্ষিত এবং পাচু রায়ের বক্তব্য, ‘সমস্যার সুরাহায় চেষ্টা করেছিলাম। কিন্তু আলাপ-আলোচনার মধ্যেই আমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।’ পুরসভার এক কর্তা সোমবার বলেন, ‘কোথায় কোথায় ফাঁকা জায়গা রয়েছে তা আমরা খুঁজে দেখার কাজ শুরু করেছি। মূলত জায়গার অভাবই সমস্যা।’ তবে সরকারি জায়গার পাশাপাশি জায়গা কিনে পার্কিং ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই কর্তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *