কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
২৩ জানুয়ারি কনকনে ঠান্ডা ছিল শহর কলকাতায়। কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। ২৪ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়াতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা থাকবে আকাশ। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। গামী কয়েকদিনে সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ওডিশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি থাকবে। ২৫ জানুয়ারি বৃষ্টির প্রভাব কমবে। শুধুমাত্র পূর্ব-পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টিপাত হতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন। এদিন উত্তুরে হাওয়ার দাপট ছিল। ফলে আরও নেমেছে তাপমাত্রার পারদ। চলতি মরশুমে এই প্রথমবার ১১ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রার পারদ। ফের একবার হাওয়া বদল হতে পারে বুধবার থেকে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
শহর কলকাতায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকার সম্ভাবনা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘলা থাকবে আকাশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে বুধবারেও। বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা ও দিনাজপুরে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। এর প্রভাব পড়বে দার্জিলিঙের পার্বত্য এলাকাতে। ২৬ এবং ২৭ জানুয়ারি দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত কালিম্পং এবং দার্জিলিঙে বৃষ্টিপাত হতে পারে।