কলকাতা বিমানবন্দরে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা। এবারে যাত্রীদের সুবিধায় টাচ স্ক্রিন কিয়স্ক বসালো বিধাননগর কমিশনারেট। জানা গিয়েছে কলকাতা বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচার গেটে দুটি টাচ স্ক্রিন কিয়স্ক বসানো হয়েছে। এদের নাম দেওয়া হয়েছে ‘পুলিশ দিদি’। যে কোন রকম সমস্য়া পুলিশ দিদির সাহায্য নিয়ে দ্রুত অভিযোগ করতে পারবেন যাত্রীরা।
Source link 
 
                    
