Amit Shah News : শুভেন্দুর গড়ে সভা থেকে সাংগঠনিক বৈঠক, একাধিক কর্মসূচিতে রাজ্যে আসছেন অমিত শাহ – amit shah union home minister will visit to west bengal on 28 january


ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী ২৮ তারিখ কলকাতায় আসতে পারেন তিনি। বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্যেই তিনি পশ্চিমবঙ্গে আসছেন বলে জানতে পারা গিয়েছে।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়ছে বঙ্গে। এমনিতেই, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে বাংলা থেকে ৩৫টি লোকসভা আসন জেতার টার্গেট দিয়েছে। এমত অবস্থায়, প্রচার থেকে শুরু করে নির্বাচনী কর্মকাণ্ডে যাতে কোনও ফাঁক না থাকে সেই কারণে বিজেপির চাণক্য অমিত শাহের আগমণ হচ্ছে বঙ্গে।

বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ তারিখ কলকাতায় আসবেন তিনি। কলকাতায় বিজেপি সদর দফতরে বৈঠক করতে পারেন তিনি। রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়েই একটি সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষের মতো নেতাদের মতো শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিকভাবে আলোচনা হতে পারে এই বৈঠকে। পাশাপাশি, গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে সাংগঠনিক শক্তি বাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে কী ভাবে বিজেপিকে এগোতে হবে সেই ব্যাপারেও একটি রূপরেখা তৈরি করে দিয়ে যেতে পারেন অমিত শাহ।

তবে, সাংগঠনিক বৈঠকের পাশাপাশি একটি জনসভা করার কথাও রয়েছে অমিত শাহর। সেক্ষেত্রে বঙ্গ বিজেপির অন্যতম প্রেস্টিজ ফাইট রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, তমলুক আসন দুটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়ে তৎপর বিজেপি। জানা যাচ্ছে, ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে একটি কর্মী সভায় অংশ নেবেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচনের আগে কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সভার আয়জন করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Adhir Chowdhury News: ‘CPIM বাহানা, BJP-র সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছেন’, মমতাকে পালটা তোপ অধীরের
গত নভেম্বর ধর্মতলায় সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তৃণমূলে শহিদ দিবসের জায়গাতেই মঞ্চ বেঁধে সভা করে বিজেপি। যদিও, সেই সভা বিজেপি কর্মী, সমর্থকদের কাছে সদর্থক কোনও বার্তা পৌঁছে দিতে পারেনি বলে মনে করেছিলে বিজেপির একাংশের কর্মী, সমর্থকরা। এর দুমাস পরেই ফের রাজ্যে আসছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ এ রাজ্যে আরও কয়েক দফায় আসবেন বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *