Bardhaman Municipality : খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেই জল নেই বর্ধমান পুর এলাকায় – bardhaman municipality residents protest for drinking water crisis


এই সময়, বর্ধমান: পুরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছেন নাগরিকরা। জলের দাবি জানিয়ে পুরসভায় বার বার চিঠিও দিয়েছেন তাঁরা। কিন্তু কাজ হয়নি। এবার জলের দাবিতে পোস্টারও পড়ল এই দুই ওয়ার্ডে। দুই ওয়ার্ডের মধ্যে ১১ নম্বরের কাউন্সিলার আবার খোদ চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। ফলে এই ওয়ার্ডে নাগরিকদের হতাশা আরও প্রকট।

এলাকার বাসিন্দা প্রিয়তোষ দাস বলেন, ‘আমরা দেড়-দু মাস ধরে পানীয় জলের সমস্যায় জেরবার। ১০ আর ১১ নম্বর ওয়ার্ডে জল নিয়ে দরবার করতে বহুবার গিয়েছি পুরসভায়। কিন্তু কোথায় কী, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তো চেয়ারম্যান নিজেই। তাঁরই ওয়ার্ডের নাগরিকরা পানীয় জল পাচ্ছেন না অথচ তিনি ব্যবস্থাই নিচ্ছেন না।’

সোমবার রাতে জলের দাবিতে পোস্টার সাঁটিয়েছেন নাগরিকরা। মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে দেখা গিয়েছে, পোস্টারে লেখা ‘এলাকার ট্যাপ কলে দীর্ঘদিন ধরে জল নেই কেন কাউন্সিলার ও চেয়ারম্যান জবাব দাও।’ কোথাও লেখা, ‘এলাকায় দ্রুত পানীয় জলের দাবিতে সমস্ত নাগরিকবৃন্দ এক হও।’ কেন জল নিয়ে এত সমস্যা? ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রা দাস বলেন, ‘বিষয়টি নিয়ে পুরসভায় আমি বার বার জানিয়েছি। কোনও ফল হয়নি।’

কাউন্সিলারের স্বামী স্বপন দাস মূলত ওয়ার্ড দেখেন। নাগরিকরাও যে কোনও সমস্যায় তাঁকেই জানান। বলেন, ‘দু’মাস ধরে জল নেই এলাকায়। পুরসভাকে বহুবার জানিয়েছি। নাগরিকদের দাবি যথেষ্ট সঙ্গত। আমরা তাঁদের ন্যূনতম পরিষেবা দিতে পারছি না।’

আশার বাণী শোনাতে পারেননি চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খোঁজ নিয়েছি। টেকনিক্যাল সমস্যার কারণেই ওয়ার্ড দু’টিতে জল যাচ্ছে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অম্রুত জলপ্রকল্পের হাত ধরে শহরের অন্য ওয়ার্ডগুলোর সঙ্গে এই দুই ওয়ার্ডেও জল চলে আসবে। তখন সমস্যা মিটে যাবে।’ তাহলে কি এত দিন জল ছাড়াই থাকতে হবে এলাকাবাসীকে? জবাবে চেয়ারম্যান বলেন, ‘প্রয়োজনে পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *