কোথায় কোথায় বন্ধ থাকবে জল?
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী কলকাতা পুরসভার মোট ৯টি বোরোর বিভিন্ন এলাকায় আগামী ২৭ জানুয়ারি বন্ধ রাখা হবে জল সরবরাহ। যে বোরোগুলিতে জল বন্ধ থাকবে সেগুলি হল বোরো ৮, বোরো ৯, বোরো ১০, বোরো ১১, বোরো ১২ (কিছু অংশ), বোরো ১৩, বোরো ১৪, বোরো ১৫ এবং বোরো ১৬। এর পাশাপাশি গার্ডেনরিচ, বজবজ, মহেশতলা, বেহালা, টালিগঞ্জ এবং যাদবপুর এলাকাতেও পাওয়া যাবে না জল। এই প্রসঙ্গে পুরসভা যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে পরের দিন অর্থাৎ ২৮ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে এই মেরামতির কাজ। সেক্ষেত্রে শনিবার দুপুর ও বিকেলে যে জল আসে, তা পাবেন না নাগরিকরা।
পুরসভার তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণ কলকাতার কালীঘাট, রানিকুঠি, লায়ালকা, বেহালা, সিরিটি, গরফা, চেতলা, গলফগ্রিন, দাসপাড়া, বাঁশদ্রোণী, পর্ণশ্রী, গান্ধী ময়দান, মেটিয়াবুরুজ – সহ বিস্তীর্ণ এলাকার বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। আর সেই কারণে আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ওই সকল এলাকার বাসিন্দাদের।
আগেও বন্ধ থেকেছে জল
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের শুরুর দিকে হাওড়া পুরনিগমেরও বেশকিছু ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ ছিল নির্দিষ্ট কয়েক ঘণ্টার জন্য। সালকিয়ায় ভূগর্ভস্থ জলাধারের ভিতর অবস্থিত জলসরবরাহ করার পুরনো পাইপ স্থানান্তরকরণ ও নতুন পাইপ সংযোগের জন্য গত ৪ জানুয়ারি সন্ধে ৭টা থেকে ৯টা অবধি ওয়ার্ড নম্বর ১ থেকে ৬, ৭ (আংশিক) ও ওয়ার্ড নম্বর ১০ থেকে ১৬, জল সরবরাহ বন্ধ রাখা হয়। তার আগে গত নভেম্বর মাসেও জলের পাম্প এবং পাইপলাইন মেরামতির কাজের জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় জল সরবরাহ।