Kolkata Traffic Police : কানে ফোন, সিগন্যাল না মেনে রাস্তা পারাপার! নিয়ম ভাঙলেই এবার দিতে হবে জরিমানা – kolkata traffic police will make 10 rupees fine if someone violate traffic rules


রাত ঘনাচ্ছে। সিগন্যালের বাতিটা সবুজ। কিন্তু, বাসটা বেশ দূরে। আশেপাশে আর কোনও গাড়ি নেই। এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝে ঝুপ করে রাস্তা পার করে নিলেন বছর ২২-এর যুবক। ট্রাফিক পুলিশ প্রশ্ন করতেই অবলীলায় ভেসে এল একটাই কথা, ‘সাহেব কেউ তো ছিল না।’ তারপর দেঁতো হাসি হেসে জবাব, ‘কিছু তো হয়নি। সতর্কই ছিলাম।’

আর এই ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা পারাপারের জন্য এবার থেকে জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। ১০ টাকা জরিমানা করা হয় ওই যুবককে। শুধু শহরের একটি মাত্র অংশে নয়, সমস্ত অংশেই ১০ টাকা করে জরিমানা করা হবে। মূলত পথচারীদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করার জন্য এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

রাস্তা পার হওয়ার সময় যদি নিয়ম ভাঙা হয় সেক্ষেত্রে আর কোনওভাবেই ছাড় পাবেন না পথচারীরা। নেওয়া হবে আইন মোতাবেক পদক্ষেপ। এই প্রসঙ্গে ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে। ট্রাফিক আইন মেনে চলা, সিগন্যাল সবুজ থাকলে যাতে কেউ রাস্তা পারাপার না করে সেই বিষয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে।

উল্লেখ্য, পথ নিরাপত্তা সপ্তাহ চালু হয়েছে ২১ জানুয়ারি থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, শহরের সমস্ত বড় বড় ক্রসিংগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে গড়িয়াহাট, শিয়ালদা, রাসবিহারী, হাজরা, উল্টোডাঙা। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ২০২২-২৩ সালে পথ দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৩০ শতাংশ পথচারী ছিলেন বলে জানা যাচ্ছে। যদি কেউ রাস্তার নিয়ম ভাঙে সেক্ষেত্রে জরিমানা করা হবে। এক্ষেত্রে অঙ্কটা ১০ টাকা ধার্য করা হবে বলে জানা গিয়েছে।

লালবাজার সূত্রে খবর, সাধারণ মানুষ যাতে সচেতন হন সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানে ফোন নিয়ে রাস্তাপারাপার, সিগন্যাল না মানা থেকে শুরু করে আইন ভঙ্গ করে বিপাকে পড়ছেন বহু পথচারি। আর এই কারণে পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক অংশে সচেতনতা পোস্টার সাঁটানো হয়েছে।

পাশাপাশি সোশ্যাল মিডিয়া, পোস্টার, অডিও ভিজ্যুয়ালের মাধ্যমেও সাধারণ মানুষকে এই নিয়ে নিয়মিত সচেতন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। জরিমানা করা হলে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে সচেতন থাকবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *