Mamata Banerjee : ‘ছেলেরা লিপস্টিক পরে জানতাম না…!’ কাদের কটাক্ষ করলেন মমতা? – mamata banerjee criticises opposition parties representatives for their make up on television programme


বক্তৃতার মাধ্যমে জনসংযোগে সিদ্ধহস্ত তিনি। বিরোধীদের জবাব দিতে বক্তব্যের মধ্যে চড়াই উতরাই থাকে তাঁর। কখনও কড়া ভাষায় বিরোধীদের হুঁশিয়ারি, আবার কখনও ব্যাঙ্গ করে সিপিএম, বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সেরকমই ব্যাঙ্গাত্মক কটাক্ষ শোনা গেল মমতার গলায়।

সংবাদমাধ্যমের আধুনিকতায় রাজনৈতিক বাগবিতণ্ডা এখন মানুষের ঘরে ঘরে। রোজ সন্ধ্যায় বিতর্কের আসর বসে বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একের অপরকে দোষারোপের পালায় মেতে ওঠেন প্রাইম টাইমে। রাজ্য সরকার এবং সরকারের পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক নিয়মেই প্রতিদিন চূড়ান্ত সমালোচনা শুনতে হয়। তাঁর প্রতি অভিযোগের বুলি ঝড়ে পড়ে বিরোধী শিবিরের প্রতিনিধিদের গলায়। এবার বৈদ্যুতিক সংবাদমাধ্যমে বিরোধীদের প্রতিনিধিদেরকে কটাক্ষ করতে শোনা গেল মমতার গলায়।

সরকারি পরিষেবা প্রদানের বক্তৃতার মাঝেই এদিন মমতা বলেন, ‘অনেক কাজ করলাম। বাকি কি আছে? বাকি একটাই আছে, আমাকে গালি দেওয়া। কিছু রাজনৈতিক দল আছে, কাজকর্ম নেই। নেই কাজ তো খই বাছ।’ এরপরেই বৈদ্যুতিক সংবাদমাধ্যমে উপস্থিত অতিথিদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘রোজ টেলিভিশন খুললেই দেখি ভালো করে পাউডার মেখে…’ বলতে বলতে কিছুটা থেমে যান তিনি। এরপর বলেন, ‘মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আগে জানতাম না। ভাড়া করে সেজেগুজে এসে বসছে।’

বৈদ্যুতিক সংবাদমাধ্যমে প্যানেলে বসে বিরোধীদের প্রতিনিধিদের সমালোচনার জবাব দেন মমতা।’l তিনি বলেন, ‘রোজ বলে এই রাস্তা খারাপ – ওটা খারাপ। চোখে দেখো না, কানা? যখন জিনিসের দাম বাড়ে কোথায় থাকো? যখন রেল দুর্ঘটনায় লোক মারা যায় কোথায় থাকো? ছাত্র হত্যা হয়, কোথায় থাকো?’

Mamata Banerjee : ‘যাঁরা টাকা নিচ্ছে হাতে নাতে ধরুন’, তৃণমূল স্তরে দুর্নীতি রুখতে দাওয়াই মমতার
পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা মিলিয়ে এদিন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে মোট ৪৯১ টি প্রকল্প যার আর্থিক মূল্য ৩৬৫.৪৫ কোটি টাকা এবং ৫৪৭ টি প্রকল্পের শুভ শিলান্যাস করলেন যার আর্থিক মূল্য ৮৩৭.৮১ কোটি। জেলায় রাস্তাশ্রী, গোপালবেরা ও তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহ যার, ৩৬টি বিভিন্ন বিদ্যালয়ে ৩৬টি সায়েন্স ল্যাব এবং ৩০টি লাইব্রেরি নির্মাণ সহ একাধিক প্রকল্প রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *