Mamata Banerjee Injury Update: ‘মরেই যেতাম…!’ ড্যাশবোর্ডের ধাক্কায় কপাল ফেটে রক্তপাত, দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা – mamata banerjee described how she got injured after a programme at purba bardhaman


নিজের চোট নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বুধবার বর্ধমানে তাঁর কনভয়ের সামনে একটি গাড়ি চলে এসেছিল। সেখানে জোরে ব্রেক কষতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালককে। তাঁর কপালে চোট লেগেছে। যন্ত্রণার জন্য তিনি ওষুধ খেয়েছেন বলে জানান নিজেই। তবে তাঁর চোটের কারণে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বলে জানান মুখ্যমন্ত্রী।

বর্ধমান সফরে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির সামনে ড্যাশ বোর্ডের সঙ্গে মাথা ঠুকে যায় তাঁর। মমতা এদিন বলেন, ‘গাড়িটা খুব জোড়ে ব্রেক কষেছিল। ঠিক সময় ব্রেক না দিলে আজ হয়তো মরেই যেতাম।’ কপালে চোট লাগে তাঁর। মমতা জানান, এখনও তাঁর কিছুটা যন্ত্রণা রয়েছে। গা বমি ভাব রয়েছে। ঠাণ্ডা লাগছে। তবে চালকের কারণে তিনি বড় বিপদ থেকে বেঁচেছেন বলেও উল্লেখ করেন।

আমরা গাড়িটিকে দেখতে পাইনি। একটি গাড়ি দুশো কিমি স্পিডে যাচ্ছিল। আমি তো মরেই যেতাম। আমার গাড়ির ড্রাইভার বুদ্ধিমানের মতো কাজ করে ব্রেক কষেছে।’ তিনি জানান, আমি যেহেতু লোকের সঙ্গে কথা বলি, তাই গাড়ির কাঁধ খোলা ছিল। কাঁচ খোলা না থাকলে চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি। আমরা গাড়িটিকে দেখতে পাইনি। একটি গাড়ি দুশো কিমি স্পিডে যাচ্ছিল। আমি তো মরেই যেতাম। আমার গাড়ির ড্রাইভার বুদ্ধিমানের মতো কাজ করে ব্রেক কষেছে।’ তিনি জানান, আমি যেহেতু লোকের সঙ্গে কথা বলি, তাই গাড়ির কাঁধ খোলা ছিল। কাঁচ খোলা না থাকলে চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Mamata Banerjee Gets Injured : গাড়ি জোরে ব্রেক কষতেই বিপত্তি, ফের চোট পেলেন মমতা
তবে এই ঘটনার পেছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে? মুখ্যমন্ত্রী জানান, না এরকম কোনও বিষয় নেই। গাড়ি গুলি কোনও সময় ভুল ভাবে চালানো হয়। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা পুলিশ তদন্ত করে দেখুক। এর আগে আমি কোনও মন্তব্য করতে চাই না।’ বর্ধমান থেকে ফিরেই এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেই বেরিয়েই তিনি জানান, তাঁর গা বমি করছে, কপালে চোটের কারণে কিছুটা যন্ত্রণা রয়েছে। তবে পূর্ব নির্ধারিত অনুযায়ী তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে যান। রাজ্যপালের সঙ্গে তাঁর সদর্থক বৈঠক হয়েছে বলেও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *