Teacher Recruitment : ‘ভুল হলে কোর্ট শুধরে দিক…’, শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা মমতার – mamata banerjee huge announcement in west bengal teacher recruitment


শিক্ষক নিয়োগ নিয়ে পথে বসে আন্দোলন করছেন একাধিক প্রার্থী। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিরোধীরা। এবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, ‘কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা হবে। রাম বামরা কোর্টে কেস আটকে রেখেছে। ৬০-৭০ হাজার ছেলে মেয়ে স্কুলে চাকরি পেত। কিন্তু, আদালতের জটিলতায় আটকে রয়েছে। শূন্যস্থান ভর্তি করতে হবে সমস্যা মিটিয়ে। কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে এরা সরকারের হাত পা বেঁধে রেখেছে। শূন্যস্থান পূরণের যাতে ব্যবস্থা করা যায় সেজন্য আমি আবেদন করব। এছাড়াও বিভিন্ন দফতরে প্রচুর লোক নেওয়া হচ্ছে।’

এছাড়াও তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান বাঁকুড়া পর্যন্ত একটি করিডর হবে। অপরটি হবে ডানকুনি থেকে কল্যাণী। তৃতীয়টি হবে ডানকুনি থেকে হলদিয়া।’ উত্তরবঙ্গেও ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা হবে বলে জানান তিনি। এর ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও পূর্ব বর্ধমানের ১১০৮২ টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১৩৫১ কোটি ৩৪ লাখ টাকা খরচ করা হয়েছে তাতে। কাটোয়াতে ১০০ সজ্জা বিশিষ্ট কোভিড হাসপাতাল থেকে শুরু করে ১২হাজার রাস্তা তৈরি করা হবে গ্রামগুলিতে। পাশাপাশি তৈরি করা হবে মেগা হ্যান্ডলুম হাবও। আর এর জন্য খরচ হতে চলেছে ৩৪ কোটি ৩২ লাখ।

পাশাপাশি রাম মন্দিরের দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা নিয়েও এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘ধর্মের নামে ছুটি দিচ্ছে। এতে আমার আপত্তি নেই। নেতাজি যে দেশের জন্য জীবন দিলেন তার জন্য ছুটি ঘোষণা করা হল না। তা লজ্জার। বাংলা সভ্যতা ও সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। বাংলা না থাকলে স্বাধীনতা সংগ্রাম হত না।’

West Bengal Government Schemes : ‘…পয়লা ফেব্রুয়ারিতেই পাবেন’, লক্ষ্মীর ভাণ্ডার-বার্ধক্য ভাতা নিয়ে খুশির খবর দিলেন মমতা
পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘১০০ দিনের কাজে ৭০০০ কোটি টাকা দেয়নি। আমরা দুর্বল নই। ছয় মাসের জন্য চাল দেবে বলেছে। দেখা যাচ্ছে ব্যাগে নিজেদের ছবি এবং লোগো লাগিয়ে চাল দেবে। এই ধরনের লোগো এবং ছবি লাগাতে আমরা দেব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *