Bhatpara Utsav 2024 : নাচের অনুষ্ঠানের পরেই আচমকা লুটিয়ে পড়লেন যুবক, ভাটপাড়া উৎসবে রহস্যমৃত্যু নৃত্যশিল্পীর – dancer suddenly expired after cultural program at bhatpara utsav


নৃত্য শিল্পীর মর্মান্তিক পরিণতি। নাচের অনুষ্ঠান সেরে মঞ্চ থেকে নামার সময় আচমকা মৃত্যু হল এক যুবকের। ভাটপাড়া উৎসবে এক নৃত্য শিল্পীর আচমকা মৃত্যু হয়েছে বলে জানতে পারা গিয়েছে। মৃত যুবকের নাম সজল বারুই(২২)। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়া উৎসবে আচমকা এক নৃত্য শিল্পী মঞ্চ থেকে নামতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সজল বারুই নামে ওই যুবক কল্যাণীর বাসিন্দা বলে জানা গিয়েছে। ভাটপাড়া উৎসবে নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চ থেকে নামার সময়ই তিনি আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, ওই যুবকের বিদ্যুৎ শক লাগতে পারে। আবার কেউ বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে ওই যুবকের। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আগামীকাল যুবকের দেহের ময়না তদন্ত হবে বলে জানতে পারা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

মৃত্যুর জেরেই বন্ধ রাখার হল চলতি মাসের ১৯ তারিখ থেকে চলা ভাটপাড়া উৎসব আজকের দিনের মত। উৎসব কমিটির দায়িত্বে থাকা অমিত গুপ্তা জানান, সংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভালোই চলছিল এই উৎসব। সেখানেই এদিন ভাটপাড়া উৎসবের মঞ্চে একটি গ্রুপ নৃত্যের আয়োজন করা হয়েছিল। মোট তিনটি গ্রুপ এদিন স্টেজে পারফর্ম করার কথা ছিল। দুটি দলের নাচ শেষ হলেও তৃতীয় দলের এক নৃত্যশিল্পী স্টেজের পাশেই দাঁড়িয়ে ছিলেন আর তখন স্টেজ থেকে নামতে গিয়েই ঘটে চরম বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের কথায় দেখা যায় হঠাৎই স্টেজ থেকে পড়ে যান ওই নৃত্যশিল্পী। বছর ২২ এর কল্যাণীর বাসিন্দা সজল বারুইকে এরপর দ্রুত ভাটপাড়া উৎসবের দায়িত্বে থাকা ভলেন্টিয়াররা নিয়ে যান ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে এই নৃত্য শিল্পীর।

ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে ওই নৃত্যশিল্পীর হঠাৎই স্টেজ থেকে পড়ে মৃত্যুর ঘটনা নিয়েও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। অভিযোগ উঠছে, স্টেজ থেকে তড়িৎ আহত হয়েই ওই নৃত্যশিল্পী মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে উৎসব কমিটি। কমিটির তরফ থেকে জানানো হয় বিষয়টি শোনা গেলেও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই সবটা প্রকাশ্যে আসবে এমনটাই মত। মর্মান্তিক এই ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয়েছে ভাটপাড়া উৎসব। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *