কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা চলছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এমনকি, সিবিআইয়ের করা FIR খারিজ করার নির্দেশ দেওয়া হয়। মামলাটি ফেরত আসে সিঙ্গল বেঞ্চে।
ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, ডিভিশন বেঞ্চে নির্দেশ থাকলেও সিবিআইকে আগামী দুই মাসের মধ্যেই এই তদন্ত শেষ করার ব্যাপারে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পাশাপাশি, বিচারপতি সৌমেন সেন ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ আচরণ করছেন বলেও অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, তিনি জানিয়েছেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না? তিনি ‘রাজনৈতক উদ্দেশ্য’ নিয়ে কাজ করছেন বলেও বলতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দুই বিচারপতির এই ‘সংঘাত’ কার্যত নজিরবিহীন বলে মনে করছেন হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ।
বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ভরা এজলাসে এরপর একাধিক অভিযোগ আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে ‘রাজনৈতিক স্বার্থ’ জড়িত একাধিক কথা বিচারপতি সেন বলেছিলেন বলেও দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার লাইভ স্ট্রিমিং বন্ধ করা, প্রাথমিক নিয়োগ মামলা খারিজ করা নিয়ে একাধিক বিষয় বিচারপতি সেন বলেছিলেন অমৃতা সিনহাকে বলে দাবি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এইসব কথা বিচারপতি অমৃতা সিনহার থেকে তিনি জেনেছেন বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের উচিত বিচারপতি সৌমেন সেনের সমস্ত নির্দেশ খারিজ করা। ডিভিশন বেঞ্চের এক বিচারপতির বিরুদ্ধে ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য শুনে হতবাক হয়ে যান উপস্থিত আইনজীবীরা। এমনকি, বিচারপতি সৌমেন সেনকে সুপ্রিম কোর্ট দু’বছর আগে বদলির নির্দেশ দিলেও তিনি কেন বদলি হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।