Kolkata Metro : বইমেলার সৌজন্যে বাড়ল ইস্ট-ওয়েস্টের লক্ষ্মী-লাভ – east west metro passengers increased around 18 percent for kolkata book fair


এই সময়: ‘বই খিদে মেটাতে, আসুন চড়ি মেট্রোতে’ — সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর বসতেই এ ভাবে মেলা এবং মেট্রোর প্রচার শুরু হয়েছিল কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনে। এক সপ্তাহ পরে সংস্থা জানাচ্ছে বইমেলার সৌজন্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

পুজো এবং বড়দিনের পরে এবার কলকাতা বইমেলাতেও যাত্রীদের যাতায়াতের অন্যতম সেরা গণপরিবহণ হিসেবে নিজেদের প্রচার শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। কোন স্টেশনে নামলে কোন কোন মণ্ডপ ও প্রতিমা দর্শনে সুবিধা হবে, প্রতি বছরই সেই বিষয়ে নানা ধরনের ফ্লেক্স বোর্ডে প্রচার চালায় মেট্রো। সেন্ট্রাল পার্কে বইমেলা যাওয়ার জন্য অবশ্য যাত্রীদের এত তথ্য জানতে হবে না।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর করুণাময়ী স্টেশনের পাশেই বসেছে বইমেলার আসর। যাঁরা বই ভালোবাসেন, তাঁদের জন্য মেট্রো কর্তৃপক্ষের পরামর্শ, শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সেক্টর-ফাইভ যাওয়ার কোনও ট্রেনে উঠে করুণাময়ীতে নেমে পড়ুন। ইতিমধ্যে বহু যাত্রী ওই রুট বেছে নিয়েছেন বইমেলা যাওয়ার জন্য।

Kolkata Metro : গঙ্গার নীচে মেট্রোয় শোনা যাবে অরিজিৎ সিং-এর গান? মুখ খুলল কর্তৃপক্ষ
ফলে, একলাফে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীসংখ্যা এবং লক্ষ্মীলাভ — দু’টোই বেড়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ কৌশিক মিত্রর বক্তব্য, ‘১৫ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর দৈনিক যাতায়াত করতেন ৩৮ হাজার ৬৭১। এক সপ্তাহ পরে ২২ জানুয়ারি এই লাইনে যাত্রীসংখ্যা হয়েছে ৪৫ হাজার ৫১১। সাত দিনের ব্যবধানেই যাত্রীসংখ্যা বেড়ে গিয়েছে প্রায় ১৮ শতাংশ।’

রোজগারের অঙ্কে বলতে হয়, ১৫ জানুয়ারি এই লাইনে সংস্থার আয় হয়েছিল, ৬ লক্ষ এক হাজার ৬১১ টাকা। ২২ জানুয়ারি সেই আয় বেড়ে হয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৫৫৭ টাকা। শতাংশের বিচারে টিকিট বিক্রি থেকে রোজগার বেড়েছে প্রায় ১৩ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *