Toto : যানজটে নাকাল যাত্রীরা, টোটো নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্তের পথে বহরমপুর পুরসভা – berhampore municipality takes strict decision about toto service around the city


টোটোর দৌরাত্ম্যে নাজেহাল শহরবাসী। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। রাস্তায় অতিরিক্ত টোটো চলাচল করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বহরমপুর শহরের মধ্যে অতিরিক্ত টোটো চলাচল করার জন্য এবার বড় পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। জেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে এবার টোটো সমস্যা সমাধানে উদ্যোগী বহরমপুর পুরসভা।

জানা গিয়েছে, বহরমপুর শহর এবং নিকটবর্তী শহরতলি ও গ্রামাঞ্চল জুড়ে প্রায় ১৭ হাজার টোটো চলাচল করে। শুধুমাত্র বহরমপুর পুরসভা অঞ্চলে প্রায় ৩ হাজার টোটো চলাচল করে। পার্শ্ববর্তী শহরতলি এবং গ্রামীণ এলাকায় চলে বাকি ১৪ হাজার টোটো। এত সংখ্যক টোটো প্রতিদিন রাস্তায় নামায় বাড়ছে যানজটের সমস্যা। এমনকি, কিছু টোটো চালক শহরের রাস্তায় সিগন্যাল না মেনে চলার কারণে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও।

সেই কারণে, নতুন পথে চলতে চাইছে বহরমপুর পুরসভা। জেলা শাসকের সঙ্গে আলোচনা করে এবার দুটি শিফটে টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোনও টোটো চালক একটি শিফতেই তাঁর গাড়ি চালাতে পারবেন। সারাদিন মোট দুটি শিফটে টোটো চলাচল করবে। একসঙ্গে এত পরিমাণ টোটো যাতে রাস্তায় না নামে সেই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরসভা এবং জেলা প্রশাসন একসঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসন সঠিক ভাবে যান নিয়ন্ত্রণ করলেও এত টোটোকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। সেই কারণে, দুটি শিফটে ভাগ করে টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি, টোটো চালকদের রুজিরুটি বিষয় জড়িয়ে রয়েছে এর সঙ্গে। তাই জীবিকার ক্ষেত্রে তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকটা ভাবা হচ্ছে।

Murshidabad Bus Strike: আজ থেকে গোটা মুর্শিদাবাদে বন্ধ বেসরকারি বাস, কবে থেকে স্বাভাবিক পরিস্থিতি?
ইতিমধ্যে, রাজ্য প্রশাসনের তরফেও টোটো নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুদিন আগেই। সে ব্যাপারে সমস্ত জেলাকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে। তবে পুরসভা অঞ্চলগুলিতেও সক্রিয় টোটোর সংখ্যা নেহাত কম নয়। ছোট শহরের মধ্যে অতিরিক্ত টোটো চলাচল সমস্যা ফেলছে সংশ্লিষ্ট এলাকার পরিবহণ ব্যবস্থাকে। সেই কারণে, দুই শিফটে ভাগ করে টোটো চালানোর পথে হাঁটতে চলেছে বহরমপুর পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *