Adhir Chowdhury : ডেরেককে ‘বিদেশি’ বলে আক্রমণ, ২৪ ঘণ্টার মধ্যেই অনুতপ্ত অধীরের টুইট – adhir ranjan chowdhury congress mp says he is conveying his regret to derek obrien for his foreigner comment


লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই ইন্ডিয়া জোটের সমীকরণ নিয়ে প্রশ্ন আরও বাড়ছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে আক্রমণ শানিয়েছিলেন অধীর চৌধুরী। এই তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘তিনি তো বিদেশি। ওরা বেশি জানে। ওঁর থেকেই যা জানার আপনারা জেনে নিন।’

এবার এই মন্তব্যের প্রেক্ষিতে ‘অনুতাপ’ প্রকাশ করলেন অধীর চৌধুরী। তিনি লেখেন, ‘ডেরেক ও’ব্রায়েনকে নিয়ে আমি বিদেশি প্রসঙ্গ টেনে যে শব্দ উচ্চারণ করেছিলাম তার জন্য অনুতপ্ত।’ অধীরের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, ‘বাংলায় ইন্ডিয়া জোট ভেস্তে যাওয়ার অন্যতম কারণ অধীর চৌধুরী, দ্বিতীয় কারণ অধীর চৌধুরী, তৃতীয় কারণ অধীর চৌধুরী।’ সম্প্রতি বর্ধমানে সভা করতে যাওয়ার পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা একাই লড়ব বাংলায়।’ অর্থাৎ ৪২টি আসনেই যে প্রার্থী দিতে চলেছে তা একপ্রকার স্পষ্ট করে দেয় তৃণমূল। অর্থাৎ বাংলায় ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক ‘দ্য এন্ড’ হতে পারে বলে আশঙ্কা করছিল ওয়াকিবহাল মহল। আর সেই প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে অধীরকে আক্রমণ করেছিলেন ডেরেক। পালট়া সরব হয়েছিলেন অধীরও।

কিন্তু, অধীরের বিদেশি মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। এবার এরই প্রেক্ষিতে উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল অধীরকে। তিনি বলেছিলেন, ‘ডেরেক তো বিদেশি। ওরা বেশি জানেন। ওঁর থেকে আপনারা যা জানার রয়েছে জেনে নেবেন।’ পাশাপাশি বিজেপি এবং অধীরের ভাষার মধ্যে খুব একটা ফারাক নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ভোটে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করবে না তৃণমূল, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপরেই মল্লিকার্জুন খাড়গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এই নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

India Alliance : ‘মমতাকে প্রয়োজন, ওঁকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না!’ নাছোড়বান্দা কংগ্রেস
প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বাংলায় ঠিক কী হতে চলেছে? এদিকে শুক্রবারই শিলিগুড়িতে দাঁড়িয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন অধীর চৌধুরী। তিনি দাবি করেছেন, ‘রাহুল গান্ধীর এই যাত্রায় একেবারেই সাহায্য করছে না প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে এই যাত্রা করা হচ্ছে না। তা কেবলমাত্র করা হচ্ছে ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *