Madhyamik Admit Card : স্কুলকে ৫০ হাজার জরিমানা, হাইকোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেল ছাত্রী – madhyamik admit card got by a student of shantiniketan as per high court order


পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ! কিন্তু, জীবনের প্রথম বড় পরীক্ষার অ্যাডমিট কার্ডই আসেনি। মহা ফাঁপড়ে পড়েছিল শান্তিনিকেতনের ছাত্রী অলিভিয়া বিশ্বাস। অ্যাডমিট কার্ড না পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছিল গোটা পরিবারের। শেষমেষ আদালতের দ্বারস্থ হয়ে পরীক্ষার সপ্তাহ খানেক আগে মিলতে চলছে অ্যাডমিট কার্ড। হাসি ফিরল অলিভিয়ার মুখে

হাইকোর্টের রায়ে জীবনের বড় প্রথম পরীক্ষা দিতে পারবে ছাত্রী। শান্তিনিকেতনের নবনানন্দা স্কুলের ছাত্রী অলিভিয়া বিশ্বাস। মাধ্যমিকের টেস্টে উত্তীর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশন করার পরও আসেনি অ্যাডমিট করে। আর সেই কথা জানতে পেরে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে ছাত্রী। ছাত্রীর পরিবারকে জানানো হয় কোনও কারণে অ্যাডমিট কার্ড আসেনি তাঁর। পরে জানা যায়, স্কুল থেকে ছাত্রীর আবেদন পত্র পাঠানো হয়নি।

পরিবারের পক্ষ থেকে ছাত্রীর পাশে দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশ স্কুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ২৯ তারিখের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে ছাত্রীর কাছে পৌঁছে দিতে হবে। ২ ফেব্রুয়ারি থেকে ছাত্রী অলিভিয়া বিশ্বাস মাধ্যমিক পরীক্ষায় বসবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত এই নির্দেশের পর ছাত্রী থেকে শুরু করে পরিবারের সকলেই খুশি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোর্টের প্রতি তাদের আস্থা ছিল এবং স্কুলের গাফিলতি ছিল বলেই তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল। কোর্টের এই রায় এ তারা কার্যত খুশি। ছাত্রী অলিভিয়া বলেন, ‘আমি ঠিক সময়েই আবেদন পূরণ করেছিলাম। কিন্তু স্কুলের সবার অ্যাডমিট কার্ড এসে গেলেও আমার কার্ড আসেনি। সেই কারণে চিন্তায় ছিলাম।’ অলিভিয়া জানান, স্কুলের এই বিষয়গুলি একটু খেয়াল রাখা উচিত ছিল।

Madhyamik Admit Card : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গাফিলতি! হাইকোর্টের নির্দেশে সুরাহা ছাত্রীর, জরিমানা স্কুলকে
আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এবার মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। এমনকি, মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এনেছে পর্ষদ। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছেন সকলেই। এর মাঝেই অ্যাডমিট কার্ড না পেয়ে সমস্যায় পড়েছিলেন অলিভিয়া। অলিভিয়ার মা বলেন, ‘আমার মেয়ে ঠিক সময় রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু স্কুলের গাফিলতির কারণে মেয়ে পরীক্ষায় বসতে পারত না। কিন্তু, হাইকোর্টের নির্দেশে মেয়ে পরীক্ষা দিতে পারছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *