কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আগামী মঙ্গলবার থেকে কলকাতায় ফের হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে সামান্য বৃষ্টিপাত। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
কলকাতার রাতের তাপমাত্রা নেমেছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ থাকবে। সোমবার পর্যন্ত হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই কুয়াশাছন্ন থাকতে পারে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে সমস্ত জেলাতেই। কিন্তু, ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বঙ্গে বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হচ্ছে একটি উচ্চ চাপ বলয়। আর সেই জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে জলীয় বাষ্প। ফলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাসের শেষে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এই সময় সিকিমে বেড়াতে যাচ্ছেন বহু মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকাতে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহারে থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা। পাশাপাশি শিলিগুড়িতেও থাকতে পারে কুয়াশার দাপট। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। এছাড়া মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে। বিহারে কোল্ড ডে পরিস্থিতি। তার প্রভাব পড়তে পারে এই জেলাগুলিতে।