Voter List : শতায়ুর চোখে ভোট দেওয়ার স্বপ্ন, তালিকায় নাম নেই হুগলির প্রিয়বালার – hooghly lok sabha constituency 100 years old priyobala kundu name was not included in voter list


ভোটার তালিকা সংশোধনে ১০০ শতাংশ এপিক তৈরিতে জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত হয়েছে হুগলি জেলা। তবুও ভোটার তালিকা থেকে নাম বাদ শতায়ু বৃদ্ধার। জানতে পেরে তাঁকে সাহায্যের আশ্বাস দিলেন মহকুমা শাসক।

চুঁচুড়া পুরসভার কপিডাঙা এলাকার শতায়ু বৃদ্ধা প্রিয়াবালা কুন্ডু। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে শেষ বার ভোট দিয়েছিলেন। এরপর আর ভোট দিতে পারেননি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়। এপিক রয়েছে তাঁর, কিন্তু ভোট দিতে পারেন না। আগামী লোকসভা নির্বাচনে ভোট দিতে চান অশীতিপর বৃদ্ধা।

জাতীয় ভোটার দিবসে প্রাপ্ত বয়স্ক সকলের যাতে ভোটার তালিকায় নাম থাকে এবং দেশের নির্বাচনে যাতে সবাই অংশ নিতে পারেন তার জন্য প্রচার নানা কর্মসূচি চলছে। হুগলি জেলায় শেষ যে সংশোধিত ভোটার তালিকা পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে ৪৭,৬২,৬৮৯ জন ভোটার। পুরুষ ভোটারের সংখ্যা ২৩,৯৩,৫৪৩ জন, মহিলা ২৩,৬৯,০৩৪ জন এবং তৃতীয় লিঙ্গ ১১২ জন। সরকারি চাকরি করে এমন ভোটার ৪৯১৬ জন। নতুন ভোটার ১৯,১০১ জন। ১০০ শতাংশ ভোটারের এপিক কার্ড আছে।ভোটার তালিকা সংশোধন কাজে সাফল্যের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পুরস্কৃত হুগলি জেলা।

সেই সময় একজন শতায়ুর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় হতবাক তার পরিবার।।বৃদ্ধা প্রিয়বালা কুন্ডু ভোট দিতে চান। তবে তালিকায় নাম উঠবে কী ভাবে? তা নির্দিষ্টভাবে জানা নেই এই বৃদ্ধার।

বৃদ্ধার নাতি সঞ্জয় কুন্ডু বলেন, ‘ঠাকুমার বয়স একশ পেরিয়েছে। এখন কিছুটা জড়োসড়ো হয়ে গিয়েছেন। তবে কানে শুনতে পান, ,চোখে দেখেন,ঝুঁকে হলেও হাঁটাচলা করতে পারেন। আমরাই দেখাশোনা করি। হঠাৎ দেখি ভোটার তালিকা থেকে ঠাকুমার নাম বাদ পড়ে গিয়েছে। কী ভাবে হল জানি না। যাঁরা ভোটার তালিকার কাজ করেন তাদের বলেছিলাম। কিন্তু, কিছু হয়নি। ঠাকুমা এখনও ভোট দিতে চান। কিন্তু, তালিকায় নাম না থাকলে কী ভাবে দেবেন?’

বৃদ্ধার বড় বউমা হরিদাসী কুন্ডু বলেন, ‘শ্বাশুড়ির রেশন কার্ড থাকলেও রেশন বন্ধ হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেন, ‘ওঁর ১০০ বছরের বেশি বয়স জানতে পারলাম। এক সময় ভোটার তালিকায় নাম ছিল। ওঁর বাড়িতে টিম পাঠিয়ে তথ্য যাচাই করে যা করার করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *