DA Case : DA মামলায় বড় আপডেট! ফেব্রুয়ারিতেই মামলা সুপ্রিম কোর্টে – supreme court of india may hear the da hike demand case of west bengal government employees in 5 february


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। পাশাপাশি আইনি লড়াইও লড়ছেন তাঁরা। এই মুহূর্তে DA মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। কবে মামলার শুনানি হবে? সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এবার এরই মধ্যে বড় খবর সামনে এল।

কবে DA মামলা উঠবে সুপ্রিম কোর্টে? সামনে এল সম্ভাব্য তারিখ। এই প্রসঙ্গে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘৫ ফেব্রুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানি হতে পারে। মিসলেনিসায় ম্যাটারের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে DA মামলা রয়েছে। তবে কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা এখনও দেওয়া হয়নি।’ এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টে পিছিয়েছে DA মামলার শুনানি। রাজ্যের করা SLP-র প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট? সেই দিকেই এখন সব নজর।

উল্লেখ্য, ২০২২ সালে মে মাসে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে। এই জন্য তিন মাসের সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। যদিও রাজ্য সেই নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানায়। তবে তা ফের খারিজ হয়ে যায়। এরপর মামলাটি গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট DA মামলায় ঠিক কী নির্দেশ দেয়, এখন সব নজর সেই দিকে।

তাৎপর্যপূর্ণভাবে, DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরেই তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার ধরনা মঞ্চে তাঁরা অনশনে বসেছে। শনিবার এই ধরনা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন একজন DA আন্দোলনকারী। প্রাথমিকভাবে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।

শনিবার এই ধরনামঞ্চে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে প্রতীকী অনশনে বসেছিলেন সরকারি কর্মচারি পরিষদের সদস্যরা। এদিন সংশ্লিষ্ট সংগঠনের তরফে দেবাশিস শীল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে DA-র জন্য আন্দোলন করছিলাম। স্যাট এবং কলকাতা হাইকোর্টের রায় আমাদের দিকে গিয়েছে। আশা করি সুপ্রিম কোর্টে SLP খারিজ হয়ে যাবে।’

DA Protest : ‘…বাংলায় আগুন জ্বলবে’, DA আন্দোলনকারীদের মঞ্চে দাঁড়িয়ে হুংকার শুভেন্দুর
প্রসঙ্গত, বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নতুন করে চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল। যদিও তাতেও অসন্তোষ প্রকাশ করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *