Justice Abhijit Ganguly : বিচারপতির গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফের সংঘাতে রাজ্য, নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন – west bengal government files slp at supreme court against justice abhijit ganguly order on medical admission case


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার। মেডিক্যাল কলেজে ভর্তির দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম দরবারে রাজ্য। শীর্ষ আদালত এই মামলার অনুমতি দিয়েছে। অনলাইনে রাজ্য সরকার মামলা করতে পারবে বলে জানতে পারা গিয়েছে।

কলকাতা হাইকোর্টের ঘটনাপ্রবাহ নিয়ে ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শনিবার নির্দেশ দেওয়া হয়েছে, মেডিক্যাল দুর্নীতি সংক্রান্ত মামলা আপাতত বন্ধ থাকবে। মামলার রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। তবে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের পাশাপাশি এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। মামলার এসএলপি করার অনুমতি চাওয়া হয়েছিল, সেই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন নয়। এর আগেও একাধিক মামলা সংক্রান্ত বিষয়ে সংঘাতে জড়িয়েছে রাজ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছে। তবে দুই বিচারপতি সংঘাত পর্বে এবার জড়িত হল রাজ্য। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে ভর্তির সংক্রান্ত মামলা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ খারিজ হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখানেই শুরু সংঘাত।
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এজলাসে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু অভিযোগ এনেছেন। বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে বিচারপতি সেনের কথোপকথনের কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। এমনকি, বিচারপতি সৌমেন সেন ‘রাজনৈতিক স্বার্থ’ থেকে নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice Soumen Sen : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘সংঘাত’-এ জড়ানো বিচারপতি সৌমেন সেনকে চেনেন?
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই পদক্ষেপের পর শাসক দল তৃণমূলের তরফেও বেশ কিছু মন্তব্য করা হয়। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি নেই। তিনি বিচারপতি অমৃতা সিনহার ‘উকিল’ হিসেবে কাজ করছেন বলে জানান হয়। কুণাল ঘোষ বলেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা চক্ষুলজ্জাহীন রাজনীতির নামান্তর।’
তবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির এই সংঘাত নজিরবিহীন বলেও জানাচ্ছেন আইনজীবীদের একাংশ। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করছেন না, সেই বিষয়েও মন্তব্য করতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে, যাতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। সেই সংঘাতের অংশীদার হল এবার রাজ্য সরকারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *